নিউজ ডেস্ক।। বরিশাল জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন দুই প্রার্থী। এরা হলেন আওয়ামী লীগের দলীয় মনোনিত প্রার্থী বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক ছাত্র নেতা সদ্য পদত্যাগ করা জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর এ্যাড. একে. এম জাহাঙ্গীর হোসাইন ও স্বতন্ত্র প্রার্থী সাংবাদিক আসাদুজ্জামান মনোনয়নপত্র দাখিল করেছেন।
আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১২টায় জেলা পরিষদ নির্বাচনে মনোয়ন পত্র দাখিলের শেষ দিনে মনোনয়নপত্র দাখিল করেন এ্যাড. একে. এম জাহাঙ্গীর হোসাইন। এরআগে বুধবার দুপুরে মনোনয়নপত্র দাখিল করেন সাংবাদিক আসাদুজ্জামান।
আগামী ১৭ অক্টোবর বরিশালসহ দেশের ৬১টি জেলা পরিষদে ভোট অনুষ্ঠিত হবে। প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসকের কাছে মনোনয়নপত্র জমা দিতে পারবেন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। ১৮ সেপ্টেম্বর বাছাইয়ের পর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর। আগামী ১৭ অক্টোবর সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
Leave a Reply