ববি প্রতিবেদক // মাহীর শাহরিয়ার বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইনকিলাব মঞ্চের উদ্যোগে এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। দেশবিরোধী ষড়যন্ত্র রুখতে এবং দেশদ্রোহী সেবাদাসদের গ্রেফতারের দাবিতে এই কর্মসূচি আয়োজন করা হয়। আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১২টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীরা ব্যানার হাতে নিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের শাস্তির দাবি জানান। আয়োজকদের দাবি, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অংশ হিসেবে কসাই লাকি আক্তারসহ দেশদ্রোহী সেবাদাসদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান। তারা দ্রুত ষড়যন্ত্রকারীদের বিচারের আওতায় আনার আহ্বান জানান। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন, যা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিভাগের শিক্ষার্থী ইফতেখার সায়েম বলেন, “ আমরা দেখেছি হাসিনার শাসনে ফ্যাসিস্ট বিরোধী কোনো শক্তি যাতে তৈরি না হয় শাহবাগিরা তার সকল চেষ্টাই করেছে, আমরা দেখেছি হাসিনা রেজিমে এই শাহবাগীরা দেশের বৃহত্তম জনগোষ্ঠীর বিরুদ্ধে ভয়াবহ ষড়যন্ত্র করেছে! আমরা বলে দিতে চাই এটা ২০১৩ সাল না এটা ২০২৫ সাল।শাহবাগীরা যদি মনে করে আগের রেজিমের মতো তারা নীল-নকশা বাস্তবায়ন করবে তবে তারা বোকার স্বর্গে বাস করছে।” এছাড়াও বক্তারা বলেন, “শাহবাগ আন্দোলনের নামে যারা বিচারহীনতার সংস্কৃতি কায়েম করতে চেয়েছে, তাদের বিচার করতে হবে। লাকি আক্তারসহ সংশ্লিষ্টদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে।