নিজস্ব প্রতিবেদক // বরিশাল বিশ্ববিদ্যালয় ও ব্রজমোহন কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের ৫০ জনের মত আহত হয়েছে। আহতদের শের-ই-বাংলা মেডিকেল হাসপাতালে (শেবাচিম) ভর্তি হয়েছেন। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাত দুইটার দিকে ব্রজমোহন কলেজ ক্যাম্পাসে এই ঘটনা ঘটে।
জানা গেছে, সোমবার (২ সেপ্টেম্বর) রাতের ঘটনায় বিএম কলেজের সাবেক শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান রাফি আহত হন। তিনি নিজেকে বিএম কলেজের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বলে দাবি করেন। পরে মোস্তাফিজুরের উপর হামলার অভিযোগ এনে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ববির দুই শিক্ষার্থীকে জিম্মি করে বিএম কলেজের শিক্ষার্থীরা। পরে বরিশাল নগরীর বটতলা এলাকায় ববির ‘আগুন মুখা’নামে একটি বাসে ভাঙচুর চালায় বিএম কলেজের শিক্ষার্থী। এসময় বাসে মধ্যে থাকা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে অনেকে আহত হয়ে শের-ই-বাংলা মেডিকেল হাসপাতালে (শেবাচিম) ভর্তি হয়েছেন।
এই হামলা ও ববির আহত শিক্ষার্থীদের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিএম কলেজের দিকে ট্রাক, বাস সহ বিভিন্ন যানবাহনে করে অগ্রসর হয়। এক পর্যায়ে বিএম কলেজ এলাকায় এই দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ-ধাওয়া পাল্টা ধাওয়া চলে। এতে অনন্ত দুই পক্ষের ৫০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। যাদের শেবাচিমে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, এ ঘটনায় ববির একটি বাসে ভাঙচুর চালায় বিএম কলেজ শিক্ষার্থীরা। এরপর ববি শিক্ষার্থীরা বিএম কলেজ এলাকায় এসে কলেজের তিনটি বাস ভাঙচুর করে। মঙ্গলবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে শুরু হয়ে রাত ৩ টা পর্যন্ত চলে হামলা ও ধাওয়া-পাল্টা ধাওয়া।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিযোগ, সোমবার রাতে নগরীর ব্যাস্টিস্ট মিশন রোডে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাসনুভা চৌধুরী জোয়া-এর পরিবারের বিরোধীয় বাড়ি দখল করতে হুমকি ও দুই নারীকে হেনস্থা করে বিএম কলেজের সাবেক শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান রাফি। পরে ববি শিক্ষার্থীরা ঘটনাস্থলে হাজির হলে দুই পক্ষের মধ্যে কথার কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়। এরপর মঙ্গলবার রাতে চাঁদাবাজির অভিযোগ তুলে ববির দুই সহপাঠীকে মারধর করে বিএম কলেজ শিক্ষার্থীরা। এ খবর ছড়িয়ে পড়লে তিনটি বাসে চড়ে ববি শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে নগরীর বটতলা এলাকার দিকে রওনা দেন। একটি বাস বটতলা এলাকায় পৌঁছানোর পথে শিক্ষার্থী বোঝাই বাসে হামলা চালিয়ে ভাঙচুর করে। এসময় ২৫ জন ববি শিক্ষার্থী আহত হয়েছে। তাদের মধ্যে ১৫ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজিদ বলেন, আমাদের বাসে বিএম কলেজের কিছু উচ্ছৃঙ্খল শিক্ষার্থী ভাঙচুর চালায়। এসব বিষয়ে কথা বলতে কলেজ ক্যাম্পাসে গিয়েছিলাম। তারা আমাদের দেখেই হামলা চালায়। আমাদের অনেকে আহত হয়েছেন।
বিএম কলেজ শিক্ষার্থীদের ভাষ্য, তাদের সমন্বয়ককে মারধর করা হয়েছে। এর প্রতিবাদে বিক্ষুব্ধ হয়ে উঠেছে শিক্ষার্থীরা। তাদের উপর হামলা চালিয়ে অসংখ্য বিএম কলেজ শিক্ষার্থীদের আহত করা হয়েছে। লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়ে তিনটি বাস ভাঙচুর করা হয়েছে। তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
বিএম কলেজ শিক্ষার্থী আমান জানান, মধ্যরাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের চারটি বাস, একটি ছোট ট্রাকভর্তি শিক্ষার্থীরা এসে আমাদের ক্যাম্পাসে হামলা চালায়। যাকে যেখানে যেভাবে পেয়েছে পিটিয়ে আহত করেছে। অনেকের মাথা ফেটেছে, অনেকে মারাত্মক জখম হয়েছেন। এছাড়াও বাসসহ ক্যাম্পাসে ভাঙচুর করেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে বুধবার ভোরে এঘটনায় বিএম কলেজ এলাকায় ববির ৬ শিক্ষার্থী আটকা পরলে তাদের মুসলেকা দিয়ে ছাড়িয়ে নেয় বর্তমানে ববির প্রশাসনিক দায়িত্বে থাকা অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন।
বিষয়টি নিশ্চিত করে কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, সোমবার রাতে বিএম কলেজ সমন্বয়ক মোস্তাফিজুর রহমান রাফিকে মারধর করে ববি শিক্ষার্থীরা। এ ঘটনার পর মঙ্গলবার রাত ১১টার দিকে বটতলা এলাকায় অবস্থানকালে দুইজন ববি শিক্ষার্থীকে মারধর করে বিএম কলেজ শিক্ষার্থীরা। আহত দুই ববি শিক্ষার্থীকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। দুই ববি শিক্ষার্থীদের মারধরে খবর ছড়িয়ে পড়লে দুই গ্রুপের মধ্যে হামলা ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় পরিস্থিতি সান্ত করার জন্য সেনাবাহিনী, পুলিশ একসঙ্গে কাজ করেছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে বিরোধপূর্ণ একটি বাড়ি দখলের চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে কয়েকজন যুবকের বিরুদ্ধে। এ সময় দুপক্ষের হাতাহাতিতে নারীসহ পাঁচজন আহত হয়েছে। গত সোমবার রাত ১১টার দিকে নগরীর ব্যাপ্টিস্ট মিশন রোডে বাড়ি দখলের চেষ্টার সময় হাতাহাতির এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থী তাসনুভা চৌধুরী জোয়া। পরে এ ঘটনায় গতকাল মঙ্গলবার বিকেলে স্ব স্ব ক্যাম্পাসের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ববি এবং বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা।’