স্টাফ রিপোর্টার // বরিশাল জেলার বিমানবন্দর থানাধীন মধ্য দিয়ে পাড়া ২৮ নং ওয়ার্ডে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীকে এলোপাথাড়ি, কুপিয়ে ও পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা। এ সময় তারা ঘর ভাঙচুর, নগদ ৩০ হাজার টাকা সহ মালামাল লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। রবিবার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ৮ টায় হাওলাদার বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন ওই গ্রামের বাসিন্দা জালাল হাওলাদার ও তার স্ত্রী পাখি আক্তার। বর্তমানে তারা শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত জালাল জানান তার ছোট বোন রেশমার সাথে তার স্ত্রী পাখির সাথে বাচ্চাদের নিয়ে কথা কাটাকাটি হয়। এ নিয়ে জালাল তার বোনকে জিজ্ঞাসাবাদ করলে উভয়ের ভিতরে কথা কাটাকাটি হয়, রেশমা উত্তেজিত হয়ে তার লোকজন ইসমাইল, আশিক, নাহিদ, সাইফুল, ফয়সাল, রিক্তা ও আইরিন সহ আরো ৫/৬ জন নিয়ে জালালের ঘরে ঢুকে হত্যার উদ্দেশ্য রড ও দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে তার ডাক চিৎকার শুনে পাখি আক্তার এগিয়ে আসলে তাকেও কুপিয়ে গুরুতর রক্তাক্ত যখম করে। তাদের ডাক চিৎকার শুনে স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে আহতদের স্বজনরা জানান।