1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. ukbanglatv21@gmail.com : Kawsar Ahmed : Kawsar Ahmed
বাউফলে গভীর রাতে বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০১:৪৩ পূর্বাহ্ন

বাউফলে গভীর রাতে বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন

  • প্রকাশিত :প্রকাশিত : রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫
  • ১৩ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর বাউফলে গভীর রাতে বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে অফিসে থাকা সব আসবাবপত্র পুড়ে গেছে। রাতেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হন।

 

শনিবার (৪ জানুয়ারি) রাত আড়াইটার দিকে উপজেলার মদনপুরা ইউনিয়নে ৯নং ওয়ার্ড চন্দ্রপাড়া বাজারে পশ্চিম পাশে হাওলাদার বাড়ির সামনে বিএনপি ও দলের অঙ্গ সংগঠনের কার্যালয়ে এই ঘটনা ঘটে।

 

জানা যায়, ২০ দিন আগে চন্দ্রপাড়া বাজারে একটি টিনসেড ঘরে বিএনপি কার্যালয় করা হয়। কার্যালয়টি উদ্বোধন করেন মদনপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি কবির হোসেন। রাতারাতি অফিসটি জমজমাট হয়ে ওঠে।

 

দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষ নিয়ে দলীয় কার্যক্রম চালিয়ে আসছেন। রাত আড়াইটার দিকে দুর্বৃত্তরা এই অফিসে আগুন দিয়ে পালিয়ে যায়। এতে ভেতরে থাকা আসবাপত্রসহ অফিসটি পুড়ে গেছে। এসময় আশপাশের লোকজন এসে আগুন নেভায়।

 

মদনপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি কবির খান বলেন, কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত সেটা আমরা জানি না। সব দলের লোকজনই ওই অফিসে বসে। বিরোধী দলের লোকজন এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। জড়িতদের শনাক্ত করে শাস্তির দাবি জানাই।

 

এ বিষয়ে বাউফল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ