1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাউফলে পৃথক স্থান থেকে ২ লাশ উদ্ধার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ০১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরনাম :

বাউফলে পৃথক স্থান থেকে ২ লাশ উদ্ধার

  • প্রকাশিত :প্রকাশিত : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ৩০ 0 বার সংবাদি দেখেছে

পটুয়াখালীর বাউফলে পৃথক স্থান থেকে দুজনের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। স্থানীয় ও থানা সূত্র জানায়, শুক্রবার (১৪ মার্চ) বিকেলে উপজেলার কালাইয়া ইউনিয়নের শৌলা গ্রামের কাঞ্চন খাঁ বাড়ির নজরুল খানের মেয়ে কুমকুম আক্তারের লাশ (১৪) উদ্ধার করা হয়।

কুমকুম পূর্ব কালাইয়া হাসান সিদ্দিক মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। বিকেলে পরিবারের লোকজন ঘরের আঁড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় কুমকুমকে দেখে চিৎকার শুরু করেন। পরে পুলিশ ওই বাড়িতে গিয়ে কুমকুমের লাশ উদ্ধার করে।

এর আগে ভোরে একই ইউনিয়নের ডালিমা ব্রিজ সংলগ্ন গুচ্ছগ্রাম থেকে জাহিদুল ইসলাম (২২) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। শুক্রবার ( ১৪ মার্চ) ভোর রাতে সেহেরি খেয়ে নামাজ আদায় করেছিলেন জাহিদুল।

সকাল ৭টার দিকে পরিবারের লোকজন ঘরের পেছনে কাঁঠাল গাছের সঙ্গে গলায় রশি বাঁধা অবস্থায় জাহিদুলকে দেখে চিৎকার শুরু করেন। পরে দ্রæত জাহিদুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাত্র পাঁচ মাস আগে বিয়ে করেন জাহিদুল। তার স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত¡া। বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, দুজনের লাশ উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ