নিজস্ব প্রতিবেদক // পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়ন কারখানা গ্রামে কুদ্দুস আকনের ঘরে শনিবার (৬ আগস্ট) রাত ১১ ঘটিকার সময় সিধ কেটে রিসান (৭) বছরের একটি শিশু চুরি করে নেয়ার ঘটনা ঘটেছে। চুরি হওয়া শিশু রিসানের বাবার নাম মোঃ হাবিবুর রহমান।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কাছিপাড়া ইউনিয়নে কারখানা গ্রামে হাবিবুর রহমানের ছেলে মোঃ রিসান (৭) একই এলাকার নানা কুদ্দুস আকনের বাড়িতে শিশুটির মা হাওয়া বেগম সহ বসবাস করতেন। বরাবরের মতো রাতের খাবার খেয়ে মায়ের সাথে ঘুমিয়ে পড়েন।
রাত আনুমানিক ১১টার দিকে শিশিটির বড় ভাই শরিফ হোসেন (১৪) ঘুম ভাঙ্গলে রিসানকে দেখতে না পেয়ে ডাক চিৎকার দিলে ঘরের আন্যান্য লোকজন উঠে খোজাখুজি করতে খাকে। এক পর্যায়ে ঘরের সিধ কাটা দেখতে পায়।
এ ব্যাপারে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আল মামুন বলেন, সংবাদ পেয়ে রাতেই ঘটনা স্থলে পুলিশ পাঠিয়েছি। শিশুটি উদ্ধারের চেষ্টা চলছে। উদ্ধারের পরে বিস্তারিত জানা যাবে।
Leave a Reply