পটুয়াখালীর বাউফলের কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই জন ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বাউফল থানা পুলিশ।
বুধবার রাত ৯ টার দিকে উপজেলার কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনের রোড থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন নাজিরপুর ইউনিয়নের বড়ডালিমা গ্রামের মোঃ রফিজ প্যাদার ছেলে মোঃ রুমান প্যাদা (৩০) ও মোঃ হালিম প্যাদার ছেলে মোঃ মঞ্জু প্যাদা (২৫)।
এবিষয়ে বাউফল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামাল হোসেন সত্যতা স্বীকার করে বলেন ১১০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাদের কোটে পাঠানো হয়েছে।