স্টাফ রিপোর্টার // বাকেরগঞ্জ উপজেলার চরাদি গ্রামে জমি জমা বিরোধের জের ধরে এক গৃহবধূ কে ধর্ষণের চেষ্টা চালিয়েছে তার ভাসুর মিরাজ মুন্সি ও তার সহযোগীরা। সময় তাদের হাত থেকে রক্ষা পায়নি দুই বছরের শিশুকন্যা হাবিবা। আহত ওই গৃহবধূকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার (৫ জুন) দুপুর ১ টায় চরাদি মুন্সি বাড়িতে এ ঘটনা ঘটে। আহতের স্বামী হাছান মুন্সি বলেন,ঘটনার আগের দিন বাবার ওয়ারিশ হিসেবে পৈত্রিক সম্পত্তি আমার মামা আমাদের চার ভাই বোনের মধ্যে ভাগ বাটোয়ারা করে দেয়। তারই সূত্র ধরে ঘটনার দিন রবিবার দুপুর আমার শিশুকন্যা হাবিবা তাদের জায়গায় যায়। এ সময় মিরাজ হাবিবাকে বেধড়ক মারধর করে। এ সময় লামিয়া প্রতিবাদ করতে গেলে ক্ষিপ্ত হয়ে মিরাজ ও তার স্ত্রী সুখি তাকে লাঠি সোটা দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে আহত করে। সুখী ঘটনাস্থল থেকে চলে যাওয়ার পর মিরাজ লামিয়াকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে তাকে বিবস্ত করে। তার ডাক চিৎকার শুনে আমরা ঘটনাস্থল থেকে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি। হাসান ও তার পরিবার প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।