1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. ukbanglatv21@gmail.com : Kawsar Ahmed : Kawsar Ahmed
বাকেরগঞ্জে জমিজমা বিরোধে মা-মেয়েকে মারধোরের অভিযোগ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ২৩ মার্চ ২০২৫, ১২:৪০ পূর্বাহ্ন

বাকেরগঞ্জে জমিজমা বিরোধে মা-মেয়েকে মারধোরের অভিযোগ

  • প্রকাশিত :প্রকাশিত : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৮ 0 বার সংবাদি দেখেছে

স্টাফ রিপোর্টার।। বরিশাল জেলার বাকেরগঞ্জ থানাধীন পাদ্রিশিবপুর গ্রামে জমি জমা বিরোধে মা-মেয়েকে মারধোর করেছে প্রতিপক্ষরা। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৭ টায় ফজলু সরদার এর ঘরের সামনে এ হামলার ঘটনা ঘটে। আহত নাছিমা বেগম (৪৫) ও আখি (২৩) হলেন পাদ্রিশিবপুর গ্রামের বাসিন্দা। আহত নাছিমা ও আখি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত আখি জানান ঘটনার ২ দিন আগে নাছিমা বেগমকে তার সতীন নাসিমা পিতা (ফয়জোর আলী) বেদর মারধোর করে, ঘটনার দিন সকালে তা নিয়া কথা উঠলে সে কুরআন শরীফ নিয়ে মারধোর এর কথা অস্বীকার করে, তা নিয়ে আখির ফুপুর সাথে কথা বলার উদ্দেশ্যে রওয়ানা দিলে সুজনের নির্দেশে পরিকল্পিতভাবে সোহেল ও তার মা নাসিমা সহ ৭/৮ জন মিলে পথ রোধ করে হত্যার উদ্দেশ্যে রড ও লাঠি সোটা দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর যখম করে। তার ডাক চিৎকার শুনে মেয়ে আখি এগিয়ে আসলে তাকেও মারধর করে। তাদের ডাক চিৎকার শুনে স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। আরও অজানা যায় আখি সোহেলের সৎ বোন হওয়াতে তাদেরকে বাড়ি থেকে উৎখাত করার জন্য এর আগেও বহুবার তাদের উপর নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে সেনাবাহিনীর কাছে অভিযোগ দিলে তারা এসে তাদেরকে ঘরে উঠিয়ে দেয়। এরপরেও তাদের ঘরের টিন কেটে মালামাল লুটপাট করে নিয়ে যাওয়ার অভিযোগ অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে আহতদের স্বজনরা জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ