স্টাফ রিপোর্টার // বরিশাল জেলার বাকেরগঞ্জ থানাধীন পশ্চিম জিরাইল ১২ আনা গ্রামে বাড়িঘর থেকে উৎখাতের চেষ্টায় বৃদ্যাকে মারধর করেছে প্রতিপক্ষরা। মঙ্গলবার (১৮ মার্চ) সকাল আনুমানিক ১০ টায় নিজ ঘরের সামনে এ হামলার ঘটনা ঘটে। আহত মর্জিনা বেগম (৫৪) হলেন ওই গ্রামের বাসিন্দা মৃত আব্দুল লতিফ হাওলাদার এর স্ত্রী। আহত মর্জিনা বেগম বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত মর্জিনা বেগম জানান তার দেবর জাহিদুল ইসলাম তসলিমকে ছোটবেলা থেকে সন্তানের মত লালন পালন করে বড় করে ব্যবসা-বাণিজ্য দিয়ে বিয়ে করান। বিয়ের পরে তার স্বামী আব্দুল লতিফ মৃত্যুবরণ করেন।তারপর থেকেই তসলিম বিভিন্ন সময় তাদেরকে বাড়ি থেকে উৎখাত করার পাঁয়তারা করে মারধোর করতেন। ঘটনার দিন জাহিদুল ইসলাম তসলিম মর্জিনার ঘর দুয়ার ভাঙচুর করে তাকে বাড়ি থেকে উৎখাত করার জন্য আসলে মর্জিনা তাদের বাধা প্রদান করে তখন উভয়ের ভিতর বাক-বিতণ্ডা হলে ক্ষিপ্ত হয়ে জাহিদুল ইসলাম তসলিম, কালাম হাওলাদার, নূরনবী, শারমিন, মাহিনুর মোরশেদা সহ ৪/৫ জন মিলে হত্যার উদ্দেশ্য রড ও দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে গুরুতর যখম করে ঘর থেকে কাঠ, কাপড় চোপড়, সোনা গয়না, টাকা-পয়সা নিয়ে যায় ও এ ঘটনা নিয়ে আইনি প্রক্রিয়ায় গেলে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়। তার ডাক চিৎকার শুনে স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আরো জানা যায় মর্জিনার জমি থেকে মাটি কেটে নিয়ে যাওয়ারও অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে আহত সূত্রে জানাজায়।