1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাগেরহাটে রাস্তার বেহাল দশা: চুক্তি বাতিল, নতুন ঠিকাদার নিয়োগে দেরি মানববন্ধনে জনরোষ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৫:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরনাম :
বাগেরহাটে ভারি বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত, থেমে গেছে বন্দর কার্যক্রম বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলে লবণাক্ত জমিতে সৌদি খেজুর চাষে সাফল্য! খুলল সম্ভাবনার দ্বার সুন্দরবনের উপকূলের মোরেলগঞ্জে টানা বৃষ্টিতে ডুবে গেলপৌর শহর পানিবন্দী ২ হাজার পরিবার বাগেরহাটে ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা’ বাস্তবায়নে প্রস্তুতি সভা নড়াইলে প্রশিক্ষণের শুভ উদ্বোধন করলেন এসপি এহসানুল কবীর পটুয়াখালীতে রেকর্ড বৃষ্টি: শহরের অধিকাংশ সড়ক তলিয়ে, জনজীবন বিপর্যস্ত বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের  সাগরে একের পর এক ৩ নম্বর সতর্ক সংকেত, বিপাকে লাখো জেলে ও ট্রলার মালিক মোংলা-ঢাকা আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে মানববন্ধনও স্মারকলিপি প্রদান ৬০ বছরেও উন্নয়নছোঁয়া লাগেনি: কাঁচা রাস্তার কাদা পথেই হাঁটছে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের  লবণাক্ততার ছোবলে উপকূলজুড়ে বিলুপ্তির পথে বাঁশঝাড়

বাগেরহাটে রাস্তার বেহাল দশা: চুক্তি বাতিল, নতুন ঠিকাদার নিয়োগে দেরি  মানববন্ধনে জনরোষ                                                                        

  • প্রকাশিত :প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৩২ 0 বার সংবাদি দেখেছে
  এস. এম সাইফুল ইসলাম  কবির,বাগেরহাট :বাগেরহাটে নির্মান কাজের ধীরগতির কারণে দশানী-রামপাল-মোংলা সড়কের বেহালদশা তৈরি হয়েছে। সংস্কারের জন্য খোড়াখুড়ি, রাস্তার উপরে এলোমেলো খোয়া, কিছুদূর পরপর বড় বড় গর্তে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে জেলার গুরুত্বপূর্ণ এই সড়কটি। অতিদ্রুত নতুন ঠিকাদার নিয়োগ দিয়ে জন ভোগান্তি নিরসনের দাবি মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।

বুধবার (২৫ জুন) দুপুরে বাগেরহাট শহরের দশানী ট্রাফিক মোড় এলাকায় জড়ো হয়ে তারা মানববন্ধন করেন। মানববন্ধনকারীরা ঠিকাদারী প্রতিষ্ঠান মাহবুব ব্রাদার্সের কার্যাদেশ বাতিল করে, নতুন ঠিকাদার নিয়োগ দিয়ে অতিদ্রুত কাজ সমাপ্তের দাবি জানানা। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন স্থানীয়রা।

স্থানীয় আমির আলী বিশ্বাস বলেন, দীর্ঘদিন ধরে এই সড়কের অবস্থা খুবই খারাপ। রাস্তা দিয়ে চলাচলের কোন উপায় নেই। যখন তখন দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের স্বস্তিতে রাখতে অতিদ্রুত সড়কটি সংস্কার করা দরকার।

সাইফুল ইসলাম নামের আরেক ব্যক্তি বলেন, কোন রোগীও রাস্তা দিয়ে যাতায়েত করতে পারে না। শুকনোর সময় বাড়িঘর ধুলোয় ভরে যায়, বৃষ্টির সময় কাঁদা পানিতে আমাদের জীবন যায়। এই অবস্থায় এলাকাবাসীকে বাঁচাতে হলে ঠিকাদারি প্রতিষ্ঠান ও বাগেরহাট সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীকে আইনের আওতায় আনতে হবে। এক সপ্তাহের মধ্যে যদি নতুন করে কাজ শুরু না হয়, তাহলে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেন মানববন্ধনকারীরা।

সড়ক বিভাগ সূত্রে জানা যায়, ৩৩ দশমিক ৮৭ কিলোমিটার দৈর্ঘ্যের বাগেরহাট-রামপাল-মোংলা আঞ্চলিক মহাসসড়কটি প্রশস্তকরণ, সম্প্রসারণ ও সংস্কারের জন্য ৪টি প্যাকেজে ৩টি ঠিকাদারি প্রতিষ্ঠানকে ২০২২ সালের আগষ্ট মাসে কার্যাদেশ দেওয়া হয়। ৮ ব্রিজ, ২১ টি কালভার্ড ও জমি অধিগ্রহনসহ যার নির্মান ব্যয় ধরা হয়েছে ৪৬৭ কোটি টাকা। প্রথম প্যাকেজে দশানী থেকে হেলাতলা পর্যন্ত ১০ কিলোমিটার সড়কের কাজ করছে ঠিকাদারী প্রতিষ্ঠান মাহাবুব ব্রাদার্স।দুই দফা সময় বাড়ানো হলেও প্রতিষ্ঠানটি মাত্র ১৫ শতাংশ কাজ শেষ করতে পারেনি ঠিকাদার। অবশেষে ২২ মে ঠিকাদারের সাথে চুক্তি বাতিল করেছে সড়ক বিভাগ।

নতুন ঠিকাদার নিয়োগের জন্য কাজ চলছে বলে জানান সড়ক বিভাগ, বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম। তিনি বলেন, এই সড়কের ৪টি প্যাকেজের তিনটি প্যাকেজের কাজ প্রায় ৮০ শতাংশ শেষ হয়েছে। কিন্তু প্রথম প্যাকেজের কাজ দুই দফায় সময় বাড়িয়েও কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান মাহবুব ব্রাদার্স। যার কারণে আমরা ওই ঠিকাদারের চুক্তি বাতিল করা হয়েছে। আমরা অতিদ্রুত নতুন করে দরপত্র আহবান করব। এজন্য সব ধরণের প্রস্তুতি চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ