এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট // বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসানে উপস্থিতিতে সরকারি অনুষ্ঠানে জেলা সিভিল সার্জন ডা. মো. জালাল উদ্দিন তার বক্তৃতায় জয় বাংলা বলার প্রতিবাদে ফুসে উঠেছে বাগেরহাটবাসী। এই ঘটনায় বৃহস্পতিবার রাতে শহরে পৃথক পৃথক ঝাড়ু ও জুতা মিছিল করে জেলা প্রশাসক ও সিভিল সার্জনকে ৪৮ ঘন্টার মধ্যে প্রত্যাহারের আল্টিমেটাম দিয়েছে বাগেরহাট বাসি, জেলা বিএনপি, শ্রমিক দলের নেতা কর্মীরা ।
সমাবেশে বক্তারা আগামী শনিবারের মধ্যে জেলা প্রশাসক ও সিভিল সার্জনের প্রত্যাহার না করলে রবিবার সিভিল সার্জন ও জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচির আল্টিমেটাম দেয়া হয়েছে।
পৃথক সমাবেশে বক্তব্য রাখেন যুবদল নেতা মো: সুজা উদ্দিন মোল্লা, ছাত্রদল নেতা নেওয়াজ তরফদার, জেলা বিএনপি নেতা শেখ শাহেদ আলী রবি, সৈয়দ নাসির উদ্দিন মালেক, মাহাবুবুর রহমান টুটুল, এ্যড, মোসারেফ হোসেন মন্টু, শ্রমিক নেতা সর্দার লিয়াকত হোসেন
প্রসঙ্গত: বৃহস্পতিবার বেলা ১১টায় বাগেরহাট সরকারি বালিকা বিদ্যালয়ে জরায়ু মুখে ক্যানসার সৃষ্টিকারী হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের (এইচপিভি) প্রতিরোধী টিকা প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসানের উপস্থিতিতে বক্তব্যের শেষে জয় বাংলা স্লোগান দেন বাগেরহাটের সিভিল সার্জন ডা. মো. জালাল উদ্দিন আহম্মেদ। বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষোভে ফেটে পড়ে স্থানীয়রা।
এদিকে সিভিল সার্জন ডা:মোঃ জালাল উদ্দিন আহামেদ অনিচ্ছাকৃত অনাকাঙ্খিতভাবে বিদায়ী সরকারের জাতীয় স্লোগান বলে ফেলার কারনে ভুল স্বীকার করে বাগেরহাট বাসীকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান করেছেন ।