স্টাফ রিপোর্টার।। বরিশাল বানারীপাড়া উপজেলার ৩ নং ওয়ার্ড সৈয়দ কাঠী ইউনিয়নে চাঁদা চাওয়াকে কেন্দ্র করে মালয়েশিয়া ফেরৎ এক প্রবাসীকে হত্যার চেষ্টায় এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করেছে সন্ত্রাসীরা। এ সময় নগদ ৫ লক্ষ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। শুধু তাই নয় প্রতিপক্ষকে ঘায়েল করতে ইব্রাহিম ও কহিনুর নামে দুইজন নাটকীয় ভাবে শেবাচিম হাসপাতালে ভর্তি হওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (৫ নভেম্বর) বিকেল ৪ টায় ইন্দ্রের হাওলা গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহতের নাম গিয়াস উদ্দিন। সে ওই গ্রামের বাসিন্দা আমজাদ খানের ছেলে ও মালয়েশিয়া ফেরৎ। বর্তমানে তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত গিয়াস জানান, সে গত ৩ মাস আগে মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসে। ঘটনার দিন শুক্রবার দালান নির্মাণের কাজ শুরু করে নির্মাণের মালামাল ক্রয়ের জন্য সে বিকেলে মোটরসাইকেল যোগে বাজারে রওয়ানা হয়। পথিমধ্যে ইন্দ্রের হাওলা ক্লাবের পাশে ওৎ পেতে থাকা ইব্রাহিম মল্লিক তার বাবা মোসলেম মল্লিক, ইয়াকুব হাওলাদার,মুজা হাওলাদার,সিরাজ ও জব্বার মল্লিক সহ অজ্ঞাত আরো কয়েকজন তার পথ রোধ করে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করে। এতে সে রাজি না হওয়ায় উত্তেজিত হয়ে তারা গিয়াস কে হত্যার উদ্দেশ্যে রামদা এবং চাপাতিসহ দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। তার ডাক চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যায় এবং তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক বানরীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানের কর্তব্যরত চিকিৎসকরা তার উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। আর অবস্থা আশংকা জনক, তাকে যেকোনো সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন ওই ইউনিটের কর্তব্যরত চিকিৎসকরা। অপরদিকে ইব্রাহিম ও কহিনুর সহ কয়েকজন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে আহতের স্ত্রী আফরিনকে বেধড়ক মারধর করে। এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।