বানারীপাড়া ব্লাড ব্যাংকের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২৪ ও ২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তফা বিশেষ অতিথি হিসেবে গোলাম মাহবুব মাহবুব মাস্টার সদস্য বরিশাল জেলা বিএনপি ছিলেন বানারীপাড়া ব্লাড ব্যাংকের প্রধান উপদেষ্টা মোঃ আব্দুস সালাম সিনিয়র যুগ্ম আহবায়ক বানারীপাড়া পৌর বিএনপি উপস্থিত ছিলেন আরো উপস্থিত ছিলেন মেসার্স ফারুক ফরেন এন্ড স্টিল ফার্নিচার প্রাপক মোঃ ফারুক রায়বাসিয়া আরও উপস্থিত ছিলেন কে এম জুয়েল দক্ষ রেফারি সাইফুল ইসলাম দক্ষ রেফারি, মাইদুল ইসলাম রনি প্রতিষ্ঠাতা ও পরিচালক, বানারীপাড়া ব্লাড ব্যাংক আর ও রাইসুল ইসলাম সানি ,সুমন,আরিফ,আলামিন রাহাত,মেহেদী, আহাদ। যে শক্তিশালী দল দুটি অংশগ্রহণ করেন ডাকবাংলা ব্রাদার্স বানারীপাড়া ও আতিক সাব্বির স্বরূপকাঠি হাড্ডাহাড্ডি লড়াই এর মধ্যে আতিক সাব্বির স্বরূপকাঠি জয়লাভ করেন।