স্টাফ রিপোর্টার // বরিশাল জেলার বাবুগঞ্জ থানাধীন লোহালিয়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই পরিবারের ৯ জনকে পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা। শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুর আনুমানিক ২:৩০ এর সময় নিজ ঘরে ঢুকে এ হামলার ঘটনা ঘটে। আহত জাহানারা বেগম (৫০), মারুফা (২৪) ও আলমতাজ(৭৯)কে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত মারুফা জানান ঘটনার দিন সকালে তারেকের স্ত্রী সাথী তার বাচ্চার গোসলের পানি রৌদ্রে রাখে কে বা কাহারা ওই পানি ফেলে দেয় কিন্তু তারা শাহনাজের ৫ বছরের শিশুসন্তান মোসাদ্দেক আল মুমিনকে উদ্দেশ্য করে গালমন্দ করে আসছিলেন। তাতে প্রতিবাদ করলে উভয়ের ভিতর বাক-বিতণ্ডা হলে ক্ষিপ্ত হয়ে মো: শাহিন, ভাই তারেক, বাবা ফরিদ ফকির, মা এসমত আরা ও তারেকের স্ত্রী সাথী সহ ৪/৫ জন মিলে হত্যার উদ্দেশ্যে রড, জি আই পাই, দা ও দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। তার ডাক চিৎকার শুনে মারুফা, আলম তাজ, শাহনাজ, মাহিনুর, মাইমুনা, লামিয়া, আফসানা ও মুনতাহা এগিয়ে আসলে তাদের কেও পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। তাদের ডাক চিৎকার শুনে স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আর ও জানা যায় তারেক ওই থানার আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ছিলেন ও তার ভাই শাহীন ওই গ্রামে বিএনপি’র দাপট দেখিয়ে মারুফাকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছে তার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ঘটনার দিন মারুফার সাথে শীলতা হারিয়ে চেষ্টা চালিয় এতে ব্যর্থ হলে তার গায়ের জামা কাপড় ছিড়ে ফেলে তার যন্ত্রণায় গ্রামবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে আহতদের স্বজনরা জানান।