1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. ukbanglatv21@gmail.com : Kawsar Ahmed : Kawsar Ahmed
বাবুগঞ্জে দিনমজুরকে হত্যা চেষ্টা! - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ১০:০৯ অপরাহ্ন
সংবাদ শিরনাম :

বাবুগঞ্জে দিনমজুরকে হত্যা চেষ্টা!

  • প্রকাশিত :প্রকাশিত : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৪ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বরিশালের বাবুগঞ্জে ইটভাটায় মাটি নেওয়ায় বাধা দেওয়ায় জমির মালিক সম্রাটকে দোকানে বন্ধিকরে কারেন্টসঠ ও বেধরক পিটিয়েছে শুভ, রেজা ও মাহাবুব সরদার। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার দেহেরগতি ইউনিয়নের দেহেরগতি গ্রামে এই ঘটনা ঘটে। গুরুতর আহত সম্রাট কে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন স্থানীয়রা। ভুক্তভুগী পরিবার জানান দেহের প্রতি গ্রামের সম্রাট এর জমি থেকে জোরপূর্বক মাটি বিক্রির চেষ্টা করে মাহাবুব সরদার।ও তার সহযোগী শুভ এবংরেজা। মাহাবুব সরদার বাবুগঞ্জ উপজেলা আ’ লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন সরদারের বড় ভাইয়ের পুত্র।শুভ দেহেরগতি ইউনিয়ন ২ নং ওয়ার্ডে আ’লীগের সাধারণ সম্পাদক খলিল সরদারের পুত্র। রেজা আ’লীগ নেতা মজিবর সরদারের পুত্র এবং বাবুগঞ্জ উপজেলা যুবদলের সদস্য। স্থানীয় মালেক হাওলাদারের পুত্র দিনমজুর সম্রাটের ফসলি জমি থেকে জোরপূর্বক ইটভাটায় মাটি বিক্রি করে। সম্রাট ফসলি জমির মাটি কাটতে বাধাদিলে এ তিনজন সহ তাদের আরো ৮/১০জনের একটি সক্রিয় বাহিনী সম্রাট কে ধরে নিয়ে যায়। দেহেরগতি লন্ডন স্কুল সংলগ্ন একটি দোকান ঘরের ভিতরে সাটার আটকিয়ে প্রথমে কারেন্টসঠ দেয় সম্রাটকে।এরপরে বেধড়ক পিটিয়ে সম্রাটকে হত্যার চেস্টা চালায় মাহাবুব বাহীনী। সম্রাটের আত্ম চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে সাটার ভেঙে তাকে উদ্ধার করে। আ’লীগের ক্ষমতা কালিন সময়ে দেহেরগতি এলাকায় লন্ডন স্কুল সংলগ্ন আসপাশ এলাকয় জুয়ার আসর চালাতো হুমায়ুন সরদারের ছেলে ঈমরান। এছাড়া গত নির্বাচনে তাদর নিকট প্রতিবেশী রুবেল হাওলাদার’র বাড়ির লোকজন নৌকায় ভোট নাদেয়ায় চলাচলের রাস্তার সাঁকো ফেলে দিয়ে অবরুদ্ধ করে রাখে তাদের। এব্যাপারে বাবুগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। অপরাধী যেই হোক তাকে ছাড় দেওয়া হবে না।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ