স্টাফ রিপোর্টার // বরগুনা জেলার বামনা থানাধীন দ: কাকচিরা গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে যুবককে পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা। শুক্রবার (১০ জানুয়ারি) সন্ধ্যা ৭ টায় উ: কাকচিড়া বাজারে এ হামলার ঘটনা ঘটে। আহত মো: শোয়েব রানা হলেন ওই গ্রামের বাসিন্দা মোহাম্মদ জাফর মিয়ার ছেলে। বর্তমানে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত শোয়েব রানা জানান বেশ কিছুদিন আগে মিরাজ মিয়াদের সাথে তাদের জমি জমা নিয়ে কথা কাটাকাটি হয়। মিরাজ মিয়া সেই ক্ষোভ মনের ভিতর পুষে রেখে পূর্ব পরিকল্পিতভাবে শোয়েব রানাকে বাজারে একা পেয়ে মো: মিরাজ, ছেলে সিফাত, মেয়ে জামাই মিজানুর, স্ত্রী হাসি ও মেয়ে মুন্নি সহ ৪/৫ জন মিলে হত্যার উদ্দেশ্য রড, দা ও লাঠি সোটা দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। তার ডাক চিৎকার শুনে স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে বামনা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে আহতদের স্বজনরা জানান।