1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বিদ্যুৎ ছিল না কেন্দ্রে, মোমবাতির আলোয় পরীক্ষা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরনাম :

বিদ্যুৎ ছিল না কেন্দ্রে, মোমবাতির আলোয় পরীক্ষা

  • প্রকাশিত :প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ২৬ 0 বার সংবাদি দেখেছে

দিনাজপুরের বীরগঞ্জে ঝাড়বাড়ী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বিদ্যুৎ না থাকায় ১৫ মিনিট মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা দিয়েছে এসএসসি পরীক্ষার্থীরা। সকাল ১০টা থেকে ১০টা ১৫ মিনিট পর্যন্ত বিদ্যুৎ ছিল না। সে কারণে ৬৩৬ জন পরীক্ষার্থীকে এসময় মোমবাতির আলোয় পরীক্ষা দিতে হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) এসএসসি ও সমমানের পরীক্ষা শুরুর দিনে এ ঘটনা ঘটে।

 

খোঁজ নিয়ে জানা যায়, সকাল থেকেই ওই এলাকায় বৃষ্টি হচ্ছিল। সে কারণে সকাল সাড়ে ৯টা থেকে ১০টা ১৫ মিনিট পর্যন্ত বিদ্যুৎ ছিল না। একই কারণে হলে পর্যাপ্ত আলো পাচ্ছিল না পরীক্ষার্থীরা। পরে মোমবাতির আলোয় পরীক্ষা দিতে হয় পরীক্ষার্থীদের।

ঝাড়বাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব জাহিদুল ইসলাম বলেন, বৃষ্টিপাত ও ঝোড়ো বাতাসের কারণে এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়। সকাল ৯টা ৪০ মিনিট থেকে ১০টা ১৫ মিনিট পর্যন্ত কেন্দ্রে বিদ্যুৎ ছিল না। পাশেই বড় বাজার রয়েছে। ওই বাজার থেকে পর্যাপ্ত মোমবাতি এনে পরীক্ষা শুরুর আগেই জ্বালিয়ে দেওয়া হয়। ১৫ মিনিট পরীক্ষার্থীদের মোমবাতির আলোয় পরীক্ষা দিতে হয়েছে। পরে বিদ্যুৎ চলে আসে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ