নিজস্ব প্রতিবেদক // রক্তদাতা সেচ্ছাসেবকদের সংগঠন বিনয়কাঠি ব্লাড ডোনার্স ফাউন্ডেশন (BBDF) এর উদ্যোগে বিনয়কাঠি বাজার জামে মসজিদে ইফতার ও দোয়া মাহাফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ শে মার্চ) পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে বিনয়কাঠি বাজার জামে মসজিদ প্রাঙ্গনে বিবিডিএফ এর কার্যনির্বাহী সংসদের উদ্যোগে বিবিডিএফ এর সকল সেচ্ছাসেবী, সদস্য, শুভাকাঙ্ক্ষীদের নিয়ে এই ইফতার ও দোয়া মাহাফিলের আয়োজন করা হয়। উক্ত ইফতার ও দোয়া মাহাফিলে ইফতারের পূর্ব মুহুর্তে রক্তদান ও রক্তদানে সহায়তা করার গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে আলোচনা করা হয়। বিনয়কাঠি ব্লাড ডোনার্স ফাউন্ডেশন এর অভিষ্ট লক্ষপূরণে দোয়া করা হয়। পাশাপাশি দেশ ও জাতীর কল্যাণ কামনা করা হয়। বিনয়কাঠিতে কোনো সেচ্ছাসেবী সংগঠনের এত বড় ও সুশৃঙ্খল ইফতার মাহাফিলের নজির বিরল। ইফতার মাহাফিলে উপস্থিত ছিলেন বিবিডিএফ প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ শামীম হোসেন খান, প্রধান উপদেষ্টা জিয়াউর রহমান, উপদেষ্টা সদস্য সালাউদ্দীন লিটন,মাওলানা মনিরুজ্জামান তালুকদার, কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক এন মাহামুদ রাজু, দপ্তর সম্পাদক তানজিল সরদার, সাংগঠনিক সম্পাদক সানাউল মৃধা, যুগ্ন সাধারণ সম্পাদক উজ্জ্বল সরদার, সদস্য শিহাবউদ্দিন, সিয়াম, রাকিব সহ অন্যান্য সেচ্ছাসেবীবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন বিনয়কাঠি বাজার জামে মসজিদের সভাপতি জনাব, আঃ রহিম রফিক সহ বিনয়কাঠির সকল স্তরের মানুষ। বিনয়কাঠি ব্লাড ডোনার্স ফাউন্ডেশন এর সভাপতি মোঃ শামীম হোসেন খান উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন।