মুম্বাইয়ের সংবাদ সংস্থাকে উপাসনা জানান, তিনিই প্রথম অভিনয়ের সুযোগ দেন হারনাজকে, তখন হারনাজ কোনও খেতাবও জেতেননি। তিনি আরও বলেন, “অন্য একটি ছবিতেও নায়িকার চরিত্রে অভিনয়ের সুযোগ করে দিয়েছি ওকে।”
এই ছবিতে বেশ কয়েকশো কোটি টাকার লগ্নি করেছেন উপাসনা। খেতাব জেতার আগে এক রকম কথা দিয়েছিলেন হারনাজ। কিন্তু তারপরেই পুরো বিষয়টাই উল্টে যায়। ছবির প্রচারের জন্য কোনও তারিখ দিতেই রাজি নন হারনাজ, দাবি উপাসনার। অন্য দিকে, এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও মন্তব্যই করেননি হারনাজ।
Leave a Reply