স্টাফ রিপোর্টার।।
মানব সহায়তা কর্মসূচির অংশ হিসেবে বরিশাল সিটি কর্পোরেশন কর্মচারী ইউনিয়ন এর পক্ষ থেকে এবার মাহে রমজান উপলক্ষ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।গতকাল মঙ্গলবার বেলা ১১ টায় নগরভবনে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মচারিদের মাঝে সামগ্রী বিতরণ করেন বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল বারী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী হুমায়ুন কবির, আয়োজক সংগঠনের সভাপতি নুর খান ও সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমান। সংগঠনের সাধারন সম্পাদক আনিছুর রহমান জানান, মানব সহায়তা কর্মসূচির অংশ হিসেবে মাহে রমজান উপলক্ষ্যে বিসিসির ১২০ জন অফিস সহায়কের মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে। এর আগে বরিশাল সিটি কর্মচারি ইউনিয়নের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সংগঠনের সভাপতি নুর খান জানান, সকলের সম্বলিত প্রচেষ্ঠায় আগামীতেও এ ধরণের মানবিক সহায়তা কর্মসূচি অব্যাহত রাখা হবে।