নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার ও বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ ১৪ নভেম্বর সকালে রূপগঞ্জস্থ নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৪ বছর। তিনি কৃষকের খাস জমি, সার ও বিজ বিনামূল্যে প্রদানের দাবির পাশাপাশি কৃষক পেনশনের দাবিতে আন্দোলন করেছেন ৪ যুগেরও বেশি সময় ধরে। তাঁর মৃত্যুতে শোক ও সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার রাশেদা বেগম, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা প্রমুখ। এছাড়াও শোক জানিয়েছেন রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কলামিস্ট মীর আবদুল আলীম, সেভ দ্য রোড-এর চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, বাংলাদেশ কৃষক ফেডারেশনের সহ-সভাপতি রেজাউল করিম প্রামাণিক, জাতীয় সাংস্কৃতিকধারার সাধারণ সম্পাদক কবি বিমল সাহা, জাতীয় শ্রমিকধারার সভাপতি রুবেল আকন্দ, জাতীয় মহিলাধারার সাধারণ সম্পাদক শাহনাজ সাথী প্রমুখ। জাতির বীর সন্তান বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদকে রাষ্ট্রিয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। উল্লেখ্য, কৃষক পেনশনের দাবিতে জাতীয় প্রেসক্লাবে ২০১৪ সালের ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত এক কর্মসূচিতে কৃষক ফেডারেশন ও নতুনধারা বাংলাদেশ এনডিবির পক্ষ থেকে সাধারণ কৃষকগণ তাকে ‘কৃষকবন্ধু’ উপাধিতে ভূষিত করে।