মেয়েকে বৃদ্ধের সঙ্গে বিয়ে না দেওয়ায় বগুড়া শহরের ফুলবাড়ি এলাকায় বাসা থেকে তুলে নিয়ে গিয়ে শাকিল (৩২) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।
শনিবার দুপুরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। নিহত শাকিল শহরের শিববাটি এলাকার রানার বাসার ভাড়াটিয়া। সে মৃত সাজুর ছেলে। এ ঘটনায় জড়িত সন্দেহে স্বেচ্ছাসেবকদল নেতা জিতুসহ দুজনকে আটক করেছে পুলিশ।
বগুড়া ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. আলমাস আলী সরকার সত্যতা নিশ্চিত করেছেন। নিহতের মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এলাকাবাসী জানান, নিহত শাকিলের এক মেয়েকে এক বৃদ্ধের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য বলে আসছিল একটিপক্ষ। সেই বৃদ্ধের সঙ্গে মেয়ে বিয়ে দিতে অস্বীকৃতি জানালে শাকিলকে ভাড়া বাসা থেকে তুলে নিয়ে এসে পাড়ার পাশে নদীর তীরে এলোপাথাড়ি মারপিট করে। এতে শাকিল গুরুতর আহত হয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন হাসপাতালে নিলে চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করেন।
পুলিশ পরিদর্শক জানান, শাকিলকে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে ও জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। এ ঘটনার সাথে জড়িত সন্দেহ স্বেচ্ছাসেবকদল নেতা জিতু ও সনিকে আটক করা হয়েছে। উল্লেখ, শুক্রবার বিকেলে শহরের কাটনারপাড়ায় বিদ্যুৎ নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুবৃত্তরা।