স্টাফ রিপোর্টার // বরগুনা জেলার বেতাগী থানাধীন কাজিরাবাদ ইউনিয়নের কুমার খালি গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে ইউপি সদস্যকে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর ১২ টায় কুমারখালী বাজার গাবুয়া রোড সংলগ্ন এ হামলার ঘটনা ঘটে। আহত সুমন কুমার রায় (৪৫) হলেন ২ নং ওয়ার্ড ইউপি সদস্য ওই গ্রামের বাসিন্দা সুবাস চন্দ্র রায় এর ছেলে। বর্তমানে তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত সুমন কুমার রায় জানান কয়েক বছর যাবত স্বদেশ কুমার রায় সুব্রতর সাথে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল ও ইউপি নির্বাচনে সুমনের কুমার রায় এর কাছে হেরে ভাড়াটে সন্ত্রাসী দিয়ে বহুবার সুমনকে হত্যার পায়তারা করে আসছিল। তারই সূত্র ধরে ঘটনার দিন সুমন কুমার রায় অফিস থেকে বাসায় ফিরে তার ছেলের আবদার মেটাতে দোকানের কলার কেনার উদ্দেশ্যে গেলে পিছন থেকে স্বদেশ কুমার রায় সুব্রতর ইন্দ্রনে আবু সালে, জসিম গাজী, শুভ রায়, সোহেল মেম্বার, সোনা মোল্লা, কাসেম মোল্লা, সুনীল, আ: বারেক, মনির ডিলার সহ ৩/৪ জন মিলে হত্যার উদ্দেশ্যে চাইনিজ কুড়াল, রান্দা, রড, জিয়াই পাইপ ও লাঠিসোটা দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। তার ডাক চিৎকার শুনে স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে চান্দুখালি বাজারে প্রাথমিক চিকিৎসা নিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আরো জানা যায় স্বদেশকুমার রায় সুব্রত ওই গ্রামে বিভিন্ন চাঁদাবাজি ও হত্যা মামলার সাথে জড়িত রয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে আহতদের স্বজনরা জানান।