নিজস্ব প্রতিবেদক // জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে আহতদের কর্মসংস্থানের উদ্যোগ নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পুলিশের বিভিন্ন ইউনিটে প্রথম পর্যায়ে ১০০ জনকে চাকরি দেওয়া হবে।
আজ মঙ্গলবার সকালে পুলিশের বিশেষ শাখা- এসবির প্রধান কার্যালয় ও অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কার্যালয় পরিদর্শন শেষে গণমাধ্যমকে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘জুলাই বিপ্লবে বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের পুলিশের বিভিন্ন ইউনিটে চাকরি দেওয়ার পরিকল্পনা করেছে অন্তর্বর্তী সরকার। পুলিশের বিভিন্ন ইউনিটে প্রথম পর্যায়ে ১০০ জনকে কাজ দেওয়া হবে।’
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বিগত সরকারের বড় সমস্যা ছিল মানিলন্ডারিং। বাংলাদেশ ব্যাংক থেকে কত টাকা খোয়া গেছে তার প্রতিবেদন দ্রুত সময়ের মধ্যে দিতে সিআইডিকে নির্দেশ দেয়া হয়েছে।’
সড়কের যানযট সমস্যার কথা স্বীকার করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘যানজট নিরসন শুধু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একার দায়িত্ব না। সংশ্লিষ্ট সবাইকেই একযোগে কাজ করতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে প্রায় ৪০০ শিক্ষার্থী এখন সড়কে কাজ করছে। এ সংখ্যা শিগগিরই এক হাজারে নেওয়া হবে।’