
গৌরনদী প্রতিনিধি // ব্যাংকের লোন নিয়ে দ্বন্ধের জেরধরে ঋণগৃহিতা গ্রাহকের ওপর হামলা চালিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে। স্থানীয়রা আহতকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেছেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশালের গৌরনদী উপজেলার সাকোকাঠী মিশুক ষ্ট্যান্ডে। হামলার শিকার মিশুক ষ্ট্যান্ডের চায়ের দোকানী সাহজিরা গ্রামের বাসিন্দা সাগর সরদার রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে অভিযোগ করে বলেন, ২০১৯ সালে কর্মসংস্থান ব্যাংকের বাবুগঞ্জ উপজেলার আগরপুর শাখা থেকে তিনি চার লাখ টাকার লোন নিয়ে ইতোমধ্যে ৩ লাখ ২০ হাজার পরিশোধ করেছেন। ঋণ পরিশোধের হিসেবে গড়মিল থাকায় এবং অস্বচ্ছলতার কারনে তিনি যথাযথ সময়ে ঋণের পুরো টাকা পরিশোধ করতে পারেননি। তিনি আরও জানান, গত চারদিন পূর্বে হিসেবের গড়মিলের বিষয়টি সমাধানের জন্য তার চাচা জুয়েল খলিফাকে নিয়ে ব্যাংকে যাওয়ায় ব্যাংক কর্মকর্তারা তার ওপর ক্ষিপ্ত হয়। পরবর্তীতে গত ৪ সেপ্টেম্বর সন্ধ্যায় সাকোকাঠী মিশুক ষ্ট্যান্ডে ব্যাংকের ম্যানেজার মরিয়ম বেগম ও ক্যাশিয়ার সুব্রত দাস অন্য লোককে ব্যাংকে নিয়ে যাওয়ার কারন জানতে চায়। এনিয়ে তাদের সাথে বাগবিতন্ডার একপর্যায়ে ব্যাংক ম্যানেজারের নির্দেশে ক্যাশিয়ার সুব্রত দাস হামলা চালিয়ে সাগর সরদারকে রক্তাক্ত জখম করে। তবে এ অভিযোগ অস্বীকার করে ব্যাংক ম্যানেজার মরিয়ম বেগম বলেন, হামলার নির্দেশ দেয়ার বিষয়টি সম্পূর্ন মিথ্যে। ওই লোন গৃহিতার ওপর কেউ হামলা চালায়নি। মূলত লোন যাতে পরিশোধ করা না লাগে সেজন্য তিনি মিথ্যে অভিযোগ দিয়েছেন। রবিবার দুপুরে লিখিত অভিযোগপ্রাপ্তির সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, অভিযোগের তদন্ত করে সত্যতা পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।