নিজস্ব প্রতিবেদক // পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর ( ভিসি) পদে অধ্যাপক ড. মো: বদিউজ্জামানকে দ্বায়িত্ব প্রদান করার দাবি জানিয়েছে পবিপ্রবির সাধারন শিক্ষার্থীরা। ব্যবসায় অনুষদের সাবেক ডীন বদিউজ্জামান কে ভিসি পদে দেখতে চেয়ে মানববন্ধন ও আলোচনা সভা করেছে শিক্ষার্থীদের বিরাট একটা অংশ। প্রবির একাধিক শিক্ষার্থী বলেন এই শিক্ষকে যে কোনো বিষয়ে আমাদের পাশে থাকেন।
বিপদে আপদে তার কাছে গেলে ছাত্র ছাত্রী উপকৃত হয়। তিনি একজন ভালো মনের মানুষ এবং চাকুরী জীবনের শুরু থেকেই মানবিক কাজ করে গেছেন।
আমরা তাকে আমাদের প্রতিষ্ঠানের অভিভাবক হিসেবে দেখতে চাই। মো: মেহেদী হাসান নামের এক শিক্ষার্থী বলেন, অধ্যাপক মো: বদিউজ্জামান স্যার বর্তমানে কোপেন হেগেন বিশ্ববিদ্যালয় এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যৌথ প্রোজেক্ট নিয়ে কাজ করছেন। এছাড়াও তিনি পিএচডি ডিগ্রি করার জন্য অধ্যায়নরত আছেন। মো: বদিউজ্জামান স্যার অসংখ্য রিসার্চ পেপার নিয়ে কাজ করেছেন। এমনকি অনেক প্রকল্প তে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বিভিন্ন পর্যায়ে দ্বায়ীত্ব পালন করেছেন সুতরাং আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ে অভিজ্ঞতা সম্পন্ন একজন অভিভাবক পেতে চাই।