1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. ukbanglatv21@gmail.com : Kawsar Ahmed : Kawsar Ahmed
ভোলায় ইউপি সদস্য হিরন বাকলাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:২৬ অপরাহ্ন

ভোলায় ইউপি সদস্য হিরন বাকলাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত :প্রকাশিত : মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫
  • ১৬ 0 বার সংবাদি দেখেছে

ভোলা জেলা প্রতিদিধি // ভোলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভেলুমিয়া ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হিরন বাকলাইয়ের অত্যাচার ও নির্যাতন থেকে বাঁচতে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী পরিবার। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে শহরের একটি পত্রিকা অফিসে ভুক্তভোগী পরিবার এই সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার জানায়, তাদের ভোগদখলীয় জমি নিয়ে স্থানীয় ইউপি সদস্য হিরন বাকলাই গংদের সঙ্গে দীর্ঘ কয়েকমাস ধরে দ্বন্দ্ব চলে আসছে। আইনের কোনো তোয়াক্কা না করে হিরনের নেতৃত্বে একদল সন্ত্রাসী তাদেরকে জিম্মি করে অত্যাচার নির্যাতন করে আসছিল। গেল ২৪ জানুয়ারি হিরনের নেতৃত্বে একদল সন্ত্রাসী তাদের উপর পূর্বপরিকল্পিতভাবে অর্তকিত হামলা চালিয়ে তাদেরকে গুরুতর আহত করেছেন। সংবাদ সম্মেলনে রাবেয়া আক্তার ময়না নামের এক নারী অভিযোগ তুলে বলেন, হিরন বাকলাইয়ের নেতৃত্বে, হারুন, জাহিদুল ও আনোয়ার বাকলাই প্রায় সময় তাদেরকে নির্যাতন করতো। ইউপি মেম্বারের ক্ষমতা দেখিয়ে এলাকায় তিনি ত্রাস সৃষ্টি করতেন। ২৪ জানুয়ারি ঘটনার দিন সকালে হিরন হত্যার উদ্দেশ্যে ময়নার পরিবারের উপর অতর্কিত হামলা চালায় এবং নারীদেরকে শ্লীলতাহানি করে। এ ঘটনার বেশকিছু ভিডিও ফুটেজ সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার উপস্থাপন করেন। ভুক্তভোগী পরিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে উক্ত ঘটনার ন্যায় বিচারের দাবি জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ভেলুমিয়া ইউনিয়ন চন্দ্রপ্রসাদ গ্রামের ভুক্তভোগী ইউনূস ডাকুয়া, পুত্রবধূ রাবেয়া আক্তার ময়না ও লিজা আক্তারসহ আরো অনেকে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ