মোঃ মেহেদী হাসান // ভোলা ২২ আগস্ট ২০২২, সকাল ১১.৩০ এর দিকে ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মাহমুদুল হাসান কর্তৃক ভোলাসদর উপজেলার ইলিশা বাসস্ট্যান্ড, সদররোড ও খালপাড়ে নিত্যপন্যের দোকান, চাউলের আড়ৎ ও জ্বালানী তেলের দোকানে তদারকিমূলক অভিযান পরিচালিত হয়। অভিযানের খবর পেয়ে তড়িঘরি করে কতিপয় চাউল ব্যবসায়ী চাউলের ক্রয় ভাউচার খুজতে ব্যস্ত হয়ে পড়েন, মূল্য তালিকায় দাম কমিয়ে দেন।
মূল্য তালিকা না থাকা, ক্রয় ভাউচার না থাকা, মূল্যে কারসাজি, প্রভৃতি ভোক্তা অধিকার বিরোধী কাজ করা ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের অপরাধে চাকলাদার ট্রেডার্সকে ২০০০/-, হাওলাদার রাইসকে ৩০০০/-, মেসার্স সাদেক ট্রেডার্সকে ২০০০/-, মেসার্স নোয়ার এন্টারপ্রাইজকে ৩০০০/- জরিমানা করা হয়। চাউল ব্যবসায়ীরা জানান চাউলের বাজার এখন পড়তির দিকে তাই তারা আগের বেশি দামের চাউল কম দামে বিক্রয় করে লোকসান দিচ্ছেন। তারা আরও জানার চাউলের বাজার অস্থির হওয়ার পেছনে মিল মালিকেরা দায়ী, তারাই মূল্য কারসাজি করেন ও ক্রয় ভাউচার দেন না। ব্যবসায়ীরা আরও জানান বাজারে বেচাকেনাও কম।
Leave a Reply