1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. ukbanglatv21@gmail.com : Kawsar Ahmed : Kawsar Ahmed
ভোলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারী-পুরুষ সহ আহত ৩ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ২৩ মার্চ ২০২৫, ০১:০৮ পূর্বাহ্ন

ভোলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারী-পুরুষ সহ আহত ৩

  • প্রকাশিত :প্রকাশিত : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১১ 0 বার সংবাদি দেখেছে

 

ভোলা প্রতিনিধি।।

ভোলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারী-পুরুষ সহ ৩ জন আহত হয়েছে। ভোলা সদর উপজেলায় জমিজমা বিরোধের জেরে প্রতিপক্ষের উপর হামলায় শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার ( ৭ ফেব্রুয়ারি ) সকাল ৯ টার দিকে ভোলা সদর উপজেলার গুপ্ত মুন্সি ৮নং ওয়ার্ডে তার জমির পাশে পাকা রাস্তার উপর এ ঘটনা ঘটে ।

 

এ বিষয়ে মো.আবুল কালাম সাংবাদিকদের কে বলেন। আমি ২০১৫ সালে এই জমিটি সেনাবাহিনী মো. রহিম ভাইয়ের কাছ থেকে আমি জমিটি ক্রয় করি। এবং আমি জমিটি যার কাছ থেকে কিনেছি তার নামে বিএস রেকর্ড করা আছে। এবং জমিটি মাপার সময় ওমর ফারুক সহ অন্য অন্যরা উপস্থিত থেকে আমাকে জমি মেপে দিয়েছে। এরপর আমি আমার জমির চারপাশে বাউন্ডারি করতে গেলে। মো.ওমর ফারুক এবং মো.ইসমাইল আমার কাছ থেকে এক লক্ষ টাকা চাঁদা দাবি করে। আমি চাঁদার টাকা দিতে রাজি না হলে। তারা আমাকে বিভিন্নভাবে ভয় ভিত্তিক দেখায় এমনকি আমাকে প্রাণনাশক হুমকি ও প্রদান করে।

 

আহত ফেরদাউস বেগম বলেন, তারা পূর্বের শত্রুতার জের ধরে আমার বিরুদ্ধে ভোলা জজ কোর্ডে একটি মামলা করে। আমার জমিজমা নিয়া পূর্ব বিরোধ চলিতেছে। উক্ত বিরোধের জের ধরিয়া শুক্রবার সকালে অনুমান সাড়ে, ৯ সময়। পরিকল্পিতভাবে রামদা, ছেনদা, লোহার রড, টোটা, লাঠিসোটা ইত্যাদি দেশীয় অস্ত্র-সঙ্গে সজ্জিত হইয়া বে-আইনী জনতাবদ্ধে আমার বসত বাড়ী ঘরের সামনে আসিয়া আমাকে চতুর্দিক হইতে ঘিরিয়া ধরে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে।

 

এ বিষয়ে মো আবুল কালাম আরো বলেন, প্রতিপক্ষরা তাহার হাতে থাকা ছেনদা দিয়া তাকে খুন করার উদ্দেশ্যে কোপ মারিলে উক্ত কোপ তাহার বাম হাতের বাহুতে লাগিয়া, গুরুত্ত্বর কাটা রক্তাক্ত জখম হয়। প্রতিপক্ষদের মারপিটে আমি ডাক চিৎকার দিলে আমাকে রক্ষা করার জন্য আমার ভাইগ্না মোঃ হাচনাইন (২০) আমার স্ত্রী জান্নাতুল ফেরদৌস (৩২) আমার শ্বাশুরি বকুল বিবি (৫৮) আগাইয়া আসিলে সকল তাহাদের এলোপাথারী পিটাইয়া শরীরের বিভিন্ন স্থানে নিলা ফুলা চাপা বেদনাযুক্ত জখম করে। আমার স্ত্রীর জামা কাপড় টানা হেচরা করিয়া শ্রীলতাহানি করে। আমার প্যান্টের পকেটে থাকা নগদ ৩০০০০০/= টাকা ছিনাইয়া নিয়া যায়। আমার স্ত্রীর গলায় থাকা ১ভড়ি ওজনের স্বর্ণের চেইন যাহার অনুমান মূল্য ১৪০০০০/= টাকা ছিনাইয়া নিয়া যায়। আমার ভাইগ্না হাচনাইন এর প্যান্টের পকেটে থাকা ভিভো মোবাইল যাহার মূল্য ৩০০০০/= টাকা ছিনাইয়া নিয়া যায়। তাহারা আমার বসত ঘরের ভিতরে প্রবেশ করিয়া বসত ঘরের আসবাব পত্র পিটাইয়া ভাংচুর করিয়া প্রায় ৩০০০০/= টাকার ক্ষতি সাধন করে।

 

এ সময় মো. ওমর ফারুকসহ প্রতিপক্ষ যারা হামলা করেছেন তাদের সাথে যোগাযোগ করার জন্য। তাদের সাথে মোবাইল ফোনে একাধিক ভাবে ফোন দিলে তাদের মুঠোফোনটি বন্ধু পাওয়া যায়। তাই তাদের কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

 

এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)

আবু শাহাদাত মো. হাচনাইন পারভেজ সাংবাদিকদেরকে জানান । এই বিষয়ে মো. আবুল কালাম বাদী হয়ে, মো.ওমর ফারুক সহ ৯ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ