মে.রাশেদ খান, ভোলা // বাংলাদেশ জামায়াতে ইসলামী দেড় যুগ পর ভোলা জেলায় কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে দলের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আজ থেকে প্রায় ১৮ বছর আগে ভোলা জেলায় জামায়াতে ইসলামীর সর্বশেষ বৃহৎ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। তবে এই দীর্ঘ বিরতির পর আবারও দলটি তাদের সংগঠনকে শক্তিশালী করার উদ্দেশ্যে ভোলায় এমন একটি সম্মেলন আয়োজন করছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা শাখার উদ্যোগে শনিবার (২৫ জানুয়ারি) সকালে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে জামায়াতে ইসলামী ভোলা জেলা শাখার আমীর, ভোলা ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য মুহাম্মদ জাকির হোসাইন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ও সাবেক এম. পি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চল পরিচালক এ্যাড. মুহাম্মদ মুয়াযযম হোসাইন (হেলাল), কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও বরিশাল মহানগরী আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর, কেন্দ্রীয় মজলিশে শুরা ও বরিশাল অঞ্চল টিম সদস্য এ. কে. এম ফখরুদ্দিন খান রাযী। জামায়াতে ইসলামীর ভোলা জেলার শীর্ষ নেতারা জানিয়েছেন, এই কর্মী সম্মেলন মূল উদ্দেশ্য হচ্ছে দলটির স্থানীয় নেতা-কর্মীদের মাঝে ঐক্য বজায় রাখা, সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ এবং আগামী দিনের রাজনৈতিক কর্মপরিকল্পনা নির্ধারণ করা। এছাড়া, সম্মেলনে দেশের বিভিন্ন অঞ্চলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন , যারা ভোলার জামায়াত কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন। সম্মেলনে দলের নেতৃবৃন্দ নানা বিষয় নিয়ে আলোচনা করেন, বিশেষ করে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জামায়াতে ইসলামীর ভবিষ্যৎ পরিকল্পনা, এবং দলের আদর্শ ও মূলনীতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। স্থানীয় নেতা-কর্মীরা এই সম্মেলনে মাধ্যমে দলের প্রতি তাদের প্রতিশ্রুতি পুনঃনির্ধারণ করেছেন। এদিকে ভোলা জেলায় জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে কেন্দ্র করে পুলিশ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। সমাবেশের স্থানসহ আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সকল ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু রাখতে তারা সতর্ক অবস্থানে রয়েছে।