ভোলা প্রতিনিধি // ভোলার দৌলতখান উপজেলার বাসিন্দা মিরাজ নামের এক যুবকের সঙ্গে রিজভী এগ্রো কোম্পানির মালিক জাহিদুল ইসলাম চরম প্রতারণা করে লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলে ভুক্তভোগী যুবক লিখিত অভিযোগ করেছেন। এই প্রতিবেদকের কাছে লিখিত অভিযোগে তিনি বলেন, বরিশাল বাকেরগঞ্জ থানা এলাকার দোধল বড় মাদ্রাসা সিকদার বাড়ির আলমগীর সিকদারের মেয়ে মোহাম্মদ জাহিদুল ইসলাম ঢাকা মিরপুরে রিজভী এগ্রো নামে ভূয়া একটি কোম্পানি খুলে ব্রান্ড নাম দিয়ে কনজুমার পন্যের ডিপো ডিলারের প্রলোভন দেখিয়ে ব্যবসায়িক মালামাল দিবে বলে বিভিন্ন জেলার একাধিক লোকের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। এমনই প্রতারনার স্বীকার হয়েছেন তিনি। বিগত আনুমানিক ৫ মাস পূর্বে রিজভী এগ্রো কোম্পানি থেকে ডিলার নেওয়ার জন্য ব্যবসায়ী মালামাল ক্রয় বাবদ কয়েক ধাপে ৩ লক্ষ ৮০ হাজার টাকা দেয়। পরবর্তীতে মালামাল চাইলে দেই দিচ্ছি বলে ঘুরাঘুরিসহ বিভিন্ন তাল বাহানা করে এবং আরো টাকা চায়। আমি টাকা না দিলে যোগাযোগ বিচ্ছিন্ন করে আর কোন সাড়া দেয়নি। পরে ভুক্তভুগী একাধিক বার ঢাকা অফিসে গেলে তাকে খুজে না পাওয়ায়, তার স্থানীয় বাকেরগঞ্জ থানায় অভিযোগ করলে থানা পুলিশ তদন্ত করেন। অভিযোগ তদন্তের সময় পুলিশ জানায়, জাহিদুলের বিরুদ্ধে এরকম অনেক অভিযোগ রয়েছে। সে দীর্ঘদিন যাবত বাড়িতে আসেনা এবং মুঠোফোনে যোগাযোগ করতে চাইলে তেমন কোন সাড়া দেয়নি। এমতাবস্তায় ভুক্তভুগী মিরাজ দিশেহারা হয়ে আইনের দ্বারস্থ হয়েছেন।