মো.রাশেদ খান, ভোলা জেলা প্রতিনিধি
ভোলায় ভূয়া ম্যাজিস্ট্রেট পরিচয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ব্যবসায়ীদের নিকট থেকে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নেয়ার ঘটনায় ভূয়া ম্যাজিস্ট্রেট সহ ৩ প্রতারককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) রাতে ভোলার বোরহানউদ্দিন ও লালমোহন উপজেলা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ভোলা অতিরিক্ত পুলিশ সূপার আছাদুজ্জামান এর প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভূয়া ম্যাজিস্ট্রেট পরিচয়ে মোবাইল কোর্ট পরিচালনা সংক্রান্ত একটি পোস্ট পুলিশ সুপার ভোলা মহোদয় অবগত হয়ে তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহনের জন্য অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা ভোলাকে নির্দেশ প্রদান করেন।
অফিসার ইনচার্জ এর নেতৃত্বে এসআই নাজমুল হাসানসহ একটি চৌকশ দল ১৩ ফেব্রুয়ারী রাত্র ১০.৩০ ঘটিকায় জেলার বোরহানউদ্দিন ও লালমোহন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বর্ণিত প্রতারক চক্রের ভূয়া ম্যাজিস্ট্রেট আফরান শুভ (২২) সহ আনসার সদস্য মোঃ হারুন অর রশিদ (৪৩), গাড়ী চালক মোঃ বাবুল হাওলাদার (৩০) কে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় উক্ত আসামীদের কাছ থেকে ভূয়া পরিচয়পত্র, ভূয়া জরিমানা আদায়ের রেজিস্টার, ভূয়া বাজার মনিটরিং অনুমতি পত্রসহ অপরাধ কার্যে ব্যবহৃত একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে ভূয়া ম্যাজিস্ট্রেট পরিচয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেন বলে জানায়
গ্রেফতার কৃত প্রতারক চক্রের বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।