নিজস্ব প্রতিবেদক // ভোলার দৌলতখানে যৌথ অভিযানে একটি আগ্নেয়াস্ত্র ও ছয়টি দেশীয় অস্ত্রসহ দুইজন ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড। রোববার (২৭ অক্টোবর) ভোরে উপজেলার চরপাতা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- লোকমান হোসেন ও তার ছেলে হাসনাইন। কোস্টগার্ড দক্ষিণ জোন জানায়, আটক দুই সন্ত্রাসী দীর্ঘদিন ধরে ভোলার মেঘনা নদীতে ডাকাতি ও চাঁদাবাজিসহ সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিলেন।
জেলেদের দেওয়া তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এসময় চরপাতা থেকে লোকমান ও তার ছেলে হাসনাইনকে গ্রেপ্তার করা হয়।
কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন অফিসার লে. রিফাত হেসেন জানান, আটকদের অস্ত্রসহ দৌলতখান থানায় হস্তান্তর করা হয়েছে।