মো: রাশেদ খান ভোলা // ভোলা -২ (দৌলতখান -বোরহানউদ্দিন) আসনের সাবেক এমপি আলী আজম মুকুলকে গ্রেফতার করা হয়েছে। বুধবার(১৩ নভেম্বর) সন্ধ্যার পর রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, র্যাব-২ ঢাকার মোহাম্মদ এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে।তিনি এখন মোহাম্মদপুর থানা হেফাজতে আছেন। তবে কোন মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে তা জানা যায়নি। তার বিরুদ্ধে দৌলতখান থানায় চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। এদিকে সাবেক এমপি আলী আজম মুকুলের গ্রেফতারের খবর পেয়ে তাঁর নির্বাচনী এলাকা দৌলতখানে আনন্দ মিছিল বের করেছে বিএনপি’র নেতাকর্মীরা।