1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মদপানে ২ যুবকের মৃত্যু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ০১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরনাম :

মদপানে ২ যুবকের মৃত্যু

  • প্রকাশিত :প্রকাশিত : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ২০ 0 বার সংবাদি দেখেছে

রাজশাহীর চারঘাটে মদপানে অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে ২ ঘণ্টার ব্যবধানে তারা মারা যান।

মৃত যুবকরা হলেন: মাসুদ রানা ও নাদিম ইসলাম। তাদের বাড়ি উপজেলার নিমপাড়া ইউনিয়নে।


জানা যায়, মাসুদ রানা সকালে সাড়ে ৭টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ও নাদিম ইসলাম হাসপাতালে নেয়ার পথে ভোর সাড়ে ৫টার দিকে মারা যান।

 

এ ঘটনায় মোহাম্মদ টনি নামে আরও এক যুবক গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি নাটোরের বাগাতিপাড়া উপজেলা কৃষি অফিসে উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসাবে কর্মরত আছেন।

চিকিৎসাধীন মোহাম্মদ টনি জানান, নাদিম ইসলাম তার বন্ধু। গাড়ি না থাকায় মাসুদ রানার ভ্যান রিজার্ভ করে চলাফেরা করেন। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাসুদ রানা, নাদিম ও মেহেদীর সঙ্গে তিনি ঝিকরা এলাকার মামুন নামে এক ব্যক্তির কাছে মদপান করতে যান। তিনি সামান্য একটু পান করার পর অসুস্থ বোধ করেন, কিন্তু নাদিম ও রানা বেশি পরিমাণে মদপান করেন। রাতেই তারা অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
 

মাসুদ রানার স্ত্রী সাবিনা খাতুন বলেন, ‘আমার স্বামী রোববার রাত ৮টার দিকে বাড়িতে ফেরেন। মদপান করেছিলেন কিনা জানি না। রাতে দুটি বিস্কুট ছাড়া আর কিছুই খাননি। সোমবার সারাদিন ঘুমিয়েছেন। সন্ধ্যার পর থেকে পেটব্যথা শুরু হয়। গ্যাস্ট্রিকজনিত সমস্যা ভেবে রাত ২টার দিকে হাসপাতালে নিলে সকালে তিনি মারা যান।’

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘নিমপাড়া এলাকার দুই যুবকের মৃত্যু হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ