বনানী ঢাকা সংবাদদাতা // রাজধানীর মহাখালীতে ঘোড়ার ঘর নামক জায়গায় চায়ের দোকানের আড়ালে গাঁজা ইয়াবার রমরমা মাদক ব্যবসা করেন স্বামী স্ত্রী।
৫ই আগস্ট সরকার পতনের আগ পর্যন্ত শহর বানু ও তার স্বামী রুবেল শহর বানুর পিতা ফজলু ভান্ডারীর ঘোড়ার ঘরে অবস্থিত সরকারি কোয়ার্টার থেকেই পরিচালনা করতেন গাঁজা ইয়াবার মাদক ব্যবসা।
অবশ্য তারা এখানে থাকেন না থাকেন আই পি এইচ স্কুলের সামনে আদর্শ নগর বস্তিতে।
কিন্তু মাদক ব্যবসা পরিচালনার কারণে সারাদিন ঘোড়ার ঘরেই অবস্থান করে শহর বানু ও তার স্বামী রুবেল।
সরকার পতনের কিছুদিন আগে বনানী থানাধীন সাততলা বিট ইনচার্জ এসআই সিদ্দিক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ শহর বানুর স্বামী ও তার ছেলে সাজ্জাদকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলে জানা যায় ।
৫ ই আগস্ট সরকার পতনের পর ঘোড়ার ঘরে নিজস্ব সন্ত্রাসী বাহিনীর প্রভাব খাটিয়ে ঘোড়ার ঘরে গড়ে তোলেন একটি চায়ের দোকান সেখানে বর্তমানে পিতা আই পি এইচ এর স্টাফ ফজলু ভান্ডারীর ছত্র ছায়ায় করে যাচ্ছেন গাঁজা ইয়াবার মাদক ব্যবসা বলে অভিযোগ করেন এলাকাবাসী।
এলাকাবাসী থানায় ফজলু ভান্ডারী আইপিএইচ এর স্টাফ হওয়ায় তাদেরকে কেউ কিছু বলতে পারেনা এবং কেউ কিছু হলে বললে তাদেরকে পিতা এবং মেয়ে মিলে অকথ্য ভাষায় গালাগালি করে।
গত (৪ই সেপ্টেম্বর) মঞ্জু নামে এক যুবক দোকান বসানোর প্রতিবাদ করায় তাকে কুপিয়ে জখম করে শহর বানু, শহর বানুর স্বামী রুবেল শহর বানুর ছেলে আসাদ ও তাদের সন্ত্রাসী বাহিনী।
সেই মামলায় জেল ও খেটেছেন শহরবানু ও তার স্বামী রুবেল।
মাদক ব্যবসা সংশ্লিষ্ট বিষয়ে প্রশাসনকে জানালেও প্রশাসনিক কর্মকান্ড স্থবির হওয়ার কারণে তেমন কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারছে না তাদের বিরুদ্ধে।
দিনের পর দিন তারা অবাধে ঘোড়ার ঘরে ফজলু ভান্ডারীর সরকারি কোয়ার্টারে গাঁজা ইয়াবার মাদক রেখে ব্যবসা পরিচালনা করে আসছে।
প্রয়োজনে ফজলু ভান্ডারীর ডোপ টেস্ট করা হোক তাহলেই প্রকৃত সত্যটা বেরিয়ে আসবে বলে দাবি করেন এলাকাবাসী।