মো: রাকিব জোমাদ্দার মহিপুর (পটুয়াখালী) প্রতিনিধি // পটুয়াখালীর মহিপুরে যুবদল নেতার বিরুদ্ধে ধান লুটের মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ১১ টায় কুয়াকাটা-পটুয়াখালী মহাসড়কে এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী এ মানববন্ধনে মহিপুর থানা ও লতাচাপলী ইউনিয়ন যুবদলের নেতাকর্মীসহ ৫ শতাধিক এলাকাবাসী অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, মহিপুর থানা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আক্কাস হাওলাদারের বিরুদ্ধে স্থানীয় লুমা রাখাইন ধান কেটে নেওয়ার অভিযোগ এনে গতকাল কুয়াকাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ওই জমির চাষীরাও মানববন্ধনে উপস্থিত ছিলেন। ২০০৯ সাল থেকে এই জমি তারা চাষাবাদ করছেন। তাদের ধান তারা কেটে নিয়েছেন। যুবদল নেতা আক্কাস হাওলাদারের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। স্থানীয় চাষি আব্দুল কুদ্দুস বলেন, ২০০৯ সাল থেকে এই জমি আমি চাষাবাদ করে আসছি। আমাদের ধান আমরা কেটে নিয়েছি। আক্কাস হাওলাদারের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। আরেক চাষি নুরুল হক বলেন, আমি ও কুদ্দুস সাড়ে ৭ একর জমি দীর্ঘদিন ধরে চাষ করছি। তবে আক্কাস হাওলাদারের বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা ও বানোয়াট। এ প্রসঙ্গে যুবদল নেতা আলী আক্কাস হাওলাদার বলেন, আমার বিরুদ্ধে লুমা রাখাইন নামের এক নারী মিথ্যা অভিযোগ এনে গতকাল কুয়াকাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। যা বিভিন্ন গণমাধ্যমে এসেছে। এতে এলাকার মানুষ ও ওই জমির চাষীরা বিক্ষুব্ধ হয়ে মানববন্ধন করেছে।