1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মহিপুর প্রেসক্লাবের কার্যক্রম সচল রাখতে উদ্যোগী সদস্য মিজানুর রহমান রিপন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৬:০৫ পূর্বাহ্ন

মহিপুর প্রেসক্লাবের কার্যক্রম সচল রাখতে উদ্যোগী সদস্য মিজানুর রহমান রিপন

  • প্রকাশিত :প্রকাশিত : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৩ 0 বার সংবাদি দেখেছে

মো: রাকিব জোমাদ্দার কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি // পটুয়াখালীর মহিপুর প্রেসক্লাবের কার্যক্রম পুনরায় সচল রাখতে উদ্যোগ নিয়েছেন প্রেসক্লাবের সদস্য মিজানুর রহমান রিপন। সম্প্রতি প্রেসক্লাবের সাংগঠনিক কর্মকাণ্ডে স্থবিরতা দেখা দেওয়ায় স্থানীয় সাংবাদিক মহলে এক ধরনের অচলাবস্থা বিরাজ করছে। এ পরিস্থিতি কাটিয়ে উঠতে এবং সাংবাদিকদের অধিকার ও দায়িত্ব সঠিকভাবে প্রতিষ্ঠার লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করছেন রিপন। তিনি জানান, প্রেসক্লাব একটি স্বাধীন সাংবাদিকতার প্ল্যাটফর্ম। এর কার্যক্রম সচল থাকলে গণমানুষের কথা তুলে ধরতে সাংবাদিকরা আরও উৎসাহ ও মনোবল পাবেন। তিনি আরও বলেন, “মহিপুর প্রেসক্লাবকে সক্রিয় করতে হলে সকল সদস্যকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এর মাধ্যমে শুধু সংগঠনের মর্যাদাই বৃদ্ধি পাবে না, বরং স্থানীয় সমস্যা সমাধানেও সাংবাদিকরা কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন।” জাতীয়তাবাদী মহিপুর থানা কৃষক দলের সভাপতি মোঃ ফোরকান বলেন, “আমাদের মহিপুরে নানা সমস্যার কথা তুলে ধরতে কোনো সাংবাদিক পাচ্ছি না। আমরা একাধিকবার সংবাদ সম্মেলনের জন্য প্রেসক্লাবে এসেছি, কিন্তু কোনো সাংবাদিকের উপস্থিতি পাইনি। এতে সাধারণ মানুষকে সংবাদ সম্মেলনের জন্য কুয়াকাটা বা কলাপাড়ায় যেতে হচ্ছে।” স্থানীয় সাংবাদিক আলোম সন্নমত বলেন, “এই উদ্যোগ সফল হলে মহিপুর প্রেসক্লাব আবারও প্রাণচাঞ্চল্যে ভরে উঠবে এবং গণমাধ্যম কর্মীদের পেশাগত পরিবেশ সুদৃঢ় হবে।”

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ