1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. ukbanglatv21@gmail.com : Kawsar Ahmed : Kawsar Ahmed
মাহফিল থেকে ফেরার পথে বাস উল্টে আহত ২১ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৫:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরনাম :

মাহফিল থেকে ফেরার পথে বাস উল্টে আহত ২১

  • প্রকাশিত :প্রকাশিত : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ২১ 0 বার সংবাদি দেখেছে
ঢাকায় সুন্নি জামায়াতের মাহফিল শেষে ফেরার পথে ফেনীর ফুলগাজীতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে বাস। এ সময় অন্তত ২১ জন মুসল্লি আহত হয়েছেন। আহতরা সবাই পরশুরাম উপজেলার বাসিন্দা। তাদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (২১ ডিসেম্বর) সকালে ফেনী-পরশুরাম সড়কের ফুলগাজী উপজেলার বন্দুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ দিন ভোর ৪টায় ঢাকার বাইতুল মোকাররম মসজিদ ময়দানে মাহফিল শেষে ফিরছিল বাসটি।

ফেনী সদর হাসপাতালের চিকিৎসক আসিফ ইকবাল বলেন, আহত ২১ জনকে আমরা চিকিৎসাসেবা দিয়েছি। গুরুতর আহত ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ফুলগাজী থানার ওসি মোহাম্মদ ওয়াহিদ পারভেজ বলেন, ঢাকায় একটি মাহফিলে যোগ দিতে শুক্রবার (২০ ডিসেম্বর) পরশুরাম থেকে কিছু মুসল্লি একটি বাস রিজার্ভ করেন। মাহফিল শেষে তাদের বহন করা বাসটি ঢাকা থেকে ফেরার পথে শনিবার ভোরে ফেনী পরশুরাম সড়কের ফুলগাজী উপজেলার বন্দুয়া এলাকায় এলে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে অন্তত ২১ মুসল্লি আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ