নিজস্ব প্রতিবেদক // রাজবাড়ীতে একটি মুদি দোকানির বাড়িতে যৌথ বাহিনীর অভিযানে চারটি গ্রেনেড ও একটি ওয়ানসুটার গান উদ্ধার করা হয়েছে। এসময় ওই মুদি দোকানিকে আটক করা হয়েছে।
শনিবার (৮ মার্চ) ভোর চারটার দিকে জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের নারুয়া গ্রামের বিশ্বাস পাড়া গ্রাম থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
আটক ব্যক্তির নাম সামচুল আলম বিশ্বাস। তিনি ওই গ্রামের বাসিন্দা। মাগুরার সেই শিশু ও পরিবারের পাশে তারেক রহমানমাগুরার সেই শিশু ও পরিবারের পাশে তারেক রহমান বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ জামাল উদ্দীন বলেন, ওই বাড়ির রান্না ঘর থেকে গ্রেনেড ও বন্দুর উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।