নিজস্ব প্রতিবেদক, বরিশাল: মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া গ্রামের একটি মুদি দোকানের শাটারে ঝোলানো অবস্থায় দুটি বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল নয়টার দিকে গাংনী থানা পুলিশের একটি দল এগুলো উদ্ধার করে থানা হেফাজতে নেয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী তেঁতুলবাড়ীয়া গ্রামের দয়ের পাড়ার আশরাফুল ইসলামের একটি মুদি দোকান রয়েছে। এ দিন সকালে দোকান খুলতে গিয়ে শার্টারের সাথে নেটের ব্যাগে ঝোলানো দুটি বোমা সদৃশ্য বস্তু দেখে আতংকিত হয়ে পড়েন দোকান মালিক। বোমা রাখার খবর ছড়িয়ে পড়লে এলাকার মানুষের মাঝেও আতংক দেখা দেয়। পরে পুলিশ এসে তা উদ্ধার করে।
তবে কি কারণে কারা এই বোমা সদৃশ্য বস্তু রেখে আতংক ছড়িয়েছে তার উত্তর খুঁজে পাচ্ছেন না দোকান মালিক। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানিয়েছেন, খবর পেয়ে বোমা সদৃশ্য বস্তু দুটি উদ্ধার করা হয়েছে। কারা এধরণের কাজ করেছে তদন্ত করে রহস্য উদঘাটন করা হবে।