
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি।।
মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানাধীন লতা নদী থেকে অজ্ঞাতনামা এক যুবকের (বয়স আনুমানিক ৩০ বছর) লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, জনৈক আব্দুর রশিদ খানের বসতবাড়ির দক্ষিণ পার্শ্বে আন্দারমানিক ইউনিয়নের লতা নদীতে লাশটি ভাসতে দেখা যায়।
সংবাদ পেয়ে কাজিরহাট থানা পুলিশ কালিগঞ্জ নৌ-পুলিশকে বিষয়টি অবহিত করলে এসআই (নিরস্ত্র) মোঃ মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ রোববার (২৭ জুলাই) বিকাল ৪টা ৩০ মিনিটে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নদী থেকে লাশটি উদ্ধার করেন।
উদ্ধারের পর এসআই মোঃ মিজানুর রহমান অজ্ঞাতনামা পুরুষ লাশটির সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। প্রাথমিকভাবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়না তদন্তের জন্য লাশটি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার পর আন্দার মানিক ইউনিয়নের গ্রাম পুলিশ মোঃ বাবুল বাদী হয়ে কাজিরহাট থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন। মামলা নং- ১২, তারিখ- ২৭/০৭/২০২৫ খ্রীষ্টাব্দ।
এ ব্যাপারে কালিগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোঃ এনামুল হক জানান, রবিবার বিকালে সংবাদ পেয়েই ঘটনাস্থলে নৌ-পুলিশের একটি টিম গিয়ে লাশটি নদী থেকে উদ্ধার করে মযনা তদন্তের জন্য মর্গে প্রেরন করেছে। লাশের পরিচয় পাওয়া যায়নি। লাশের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত আছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।