নিজস্ব প্রতিবেদক // মেহেন্দিগঞ্জের জাঙ্গালিয়া ইউনিয়নের ইব্রাহীম খন্দকারের পুত্র, জাঙ্গালিয়া মাধ্যমিক স্কুল এন্ড কলেজের ৯ ম শ্রেণির ছাত্র ওমর ফারুক শুভ( ১৫) কে নির্মম ভাবে হ*ত্যা করেছে ওই এলাকার ভাঙ্গারী ব্যাবসায়ী মাইদুলসহ ৪ জনে মিলে। একটি মটর সাইকেলকে কেন্দ্র করে এই হত্যার ঘটনা ঘটিয়েছে তারা। পরিবারের লোকজন জানান গত ২/৬/২৪ ইং তারিখে মটর সাইকেল মেরামতের কথা বলে ভোলার পরানগঞ্জে নিয়ে যায় মাইদুল এর পর থেকে নিখোঁজ রয়েছে শুভ। পরে ১/৭/২৪ তারিখে হত্যাকারীদের স্বীকারোক্তিতে পুলিশ মারফত জানতে পারে উলানিয়া উত্তর ইউনিয়নের বাসিন্দা(ভাঙ্গারী ব্যাবসায়ী) মাইদুল,জাঙালিয়া ইউনিয়নের জুয়েল চৌকিদারের পুত্র আহাদ মেহেন্দিগঞ্জ পৌরসভার কালিকাপুরের বাদল পালোয়ানের পুত্র ইসমাইল ও বাসেত এর পুত্র হাসিবসহ কয়েকজনে মিলে শুভকে ভোলার চরফ্যাশন নিয়ে শ্বাসরোধ করে হ*ত্যাকরা হয়েছে।। এই ঘটনায় অভিযুক্ত সবাইকে আটক করেছে পুলিশ।।