1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. ukbanglatv21@gmail.com : Kawsar Ahmed : Kawsar Ahmed
মেহেন্দিগঞ্জে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ! - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ২৩ মার্চ ২০২৫, ০৮:৫৪ অপরাহ্ন

মেহেন্দিগঞ্জে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ!

  • প্রকাশিত :প্রকাশিত : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ১৩ 0 বার সংবাদি দেখেছে

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি // বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চরগোপালপুর ইউনিয়নের তালুকদার চর গ্রামের কালাবদর নদীর পশ্চিম তীরে অজ্ঞাতনামা এক পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার করেছে কালীগঞ্জ নৌ-পুলিশের একটি টিম। গত ২১/০২/২০২৫ খ্রিঃ তারিখ বিকাল ০৪.০৫ ঘটিকার সময় তাকে উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ থেকে ৪৮ বছর। তার উচ্চতা আনুমানিক ৫ ফুট ৩ ইঞ্চি হবে। তার
গায়ের রং কালো, পড়নে সাদা পাঞ্জাবী এবং গোল গলার হাফ হাতা সাদা গেঞ্জী, মাথার চুল ছোট কালো, মুখে কালো চাপ দাড়ী। কালীগঞ্জ নৌ পুলিশ কর্তৃক অজ্ঞাত মৃত দেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করত লাশ ময়না তদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরণ করেন। ময়না তদন্ত শেষে লাশের কোন দাবীদার না থাকায় ই হেমায়েত-ই ইসলাম আঞ্জুমান এর মাধ্যমে অজ্ঞাতনামা মৃত ব্যক্তির দাফন করা হয়।
এই সংক্রান্তে মেহেন্দীগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয় যাহার মামলা নং ০৩, তারিখ- ২১/০২/২০২৫ খ্রিঃ। কালীগঞ্জ নৌ পুলিশ অজ্ঞাত মৃত ব্যক্তির পরিচয় সনাক্তের পাশাপাশি ঘটনার বিষয় তদন্ত করছে।
কালীগঞ্জ নৌ-পুলিশের ইনচার্জ মোঃ এনামুল হক
জানান, ‘লোকমুখে সংবাদ পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। পুরুষের অর্ধগলিত মরদেহটি সুরতহাল রিপোর্ট তৈরি করে জিডিমূলে লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিমের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ