মেহেন্দিগঞ্জ প্রতিনিধি // মেহেন্দিগঞ্জে দড়ির চর খাজুরিয়া ইউনিয়নে সাবেক ইউপি সদস্য ও ইসলামী আন্দোলনের ওয়ার্ড সেক্রেটারী এবং পল্লী চিকিৎসক সাদেকুর রহমান সবুজের ব্যাবসায়ী প্রতিষ্ঠান সামিয়া ফার্মেসীতে গভীর রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি (৭এপ্রিল) সোমবার দিবাগত গভীর রাতে ওই ইউনিয়নের চরবৌডুবা এলাকায় ঘটেছে। দুর্বৃত্তের দেওয়া আগুনে প্রায় লক্ষাধিক টাকার ঔষধ পুড়ে যায় বলে জানান ভুক্তভোগী। সরজমিনে গেলে ক্ষতিগ্রস্ত সবুজ ডাক্তার জানান একদল দুষ্কৃতিকারী আমার একের পর এক ক্ষতি করে আসছে। আমি কোন দিন রাজনীতির সাথে জড়িত ছিলাম না যারফলে স্থানীয়রা আমাকে এলাকার জনপ্রতিনিধি বানিয়েছেন। আমি দীর্ঘ বছর ইউপি সদস্য থাকা সত্ত্বেও কারো জীবনে ক্ষতি করিনি। ৫ আগষ্টের পর আমি বাংলাদেশ ইসলামী আন্দোলনে যোগদান করার পরথেকে আমার বিভিন্ন রকমের ক্ষতিসাধনে লিপ্ত একদল দুষ্কৃতিকারী। যা গত কয়েক দিনে আমার সবজির বাগান, সুপারির বাগানের গাছ কাটাসহ ৪টি অঘটন ঘটিয়েছে। সর্বশেষ গতকাল আমি প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে বাড়ি গেলে রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে লোকজনের ডাকচিৎকার শুনে এসে দেখি আমার ব্যাবসা প্রতিষ্ঠানের পিছন দিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ক্ষতিগ্রস্ত সাদেকুর রহমার সবুজ ডাক্তার।