বিশেষ প্রতিনিধি।।
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উত্তর উলানিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম চৌধুরী মিঠুর বিরুদ্ধে মানববন্ধন কর্মসূর্চী পালন ও বিক্ষোভ করেছে ভুক্তভুগি পরিবার। মঙ্গলবার (৩সেপ্টেম্বর) সকাল ১১টায় ভুক্তভুগি শতাধিক বাসিন্দারা উলানিয়া টেম্পুস্ট্যানে ঘন্টাব্যাপী দাড়িয়ে এ মানববন্ধন কর্মসূচী পালন করেন। মানববন্ধনে মিঠু চৌধুরীকে চিহ্নিত ভূমি দস্যু আখ্যা দিয়ে বলেন তার অত্যাচারে আমরা অতিষ্ঠ। ভুক্তভোগী মানুষ তাদের জমি উদ্ধারের দাবি জানান। মানববন্ধনে ভুক্তভোগীরা বলেন, সাবেক সাংসদ পংকজ নাথ এর অনুসারী হিসেবে ক্ষমতার দাফট দেখিয়ে জোর করে প্রবাসী মনির হাওলাদার এর উলানিয়া বাজারের টেম্পু স্ট্যানের ২০ শতাংশ জমি ও ৬টি দোকানঘর জোড়পুর্বক ভোগ করেন মিঠু চৌধুরীর পরিবার। এর আগে ওই স্ট্যানের ৭৪শতাংশ জমি নারায়ণ নাথ এর কাছ থেকে ৫ লাখ টাকা দিয়ে মৌখিক বায়না করেন প্রবাসী মনির। হঠাৎ সে জমির উপর লোলুপ দৃষ্টি পড়ে মিঠু চৌধুরীর। এক পর্যায় মনিরকে তার বাড়িতে ডেকে নিয়ে ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে ৫৪ শতাংশ জমি মিঠু চৌধুরীর ও তার ভাই বোনের নামে দলিল দিতে বাধ্য করেন। মিঠু চৌধুরীর হাত থেকে জমি ফিরে পেতে ভুক্তভোগীদের সাথে মানববন্ধন করেছেন গ্রামবাসী। মানববন্ধনে উপস্থিত ছিলেন ভূক্তভোগী পরিবারের জুয়েল হাওলাদার, কামাল হাওলাদার, গনি হাওলাদার, আবুল কালাম, মুরাদ হোসেন, মুশফিকুর রহমান, সৈয়দ সাগর ও মোশাররফ। মিলন মাঝি বলেন, মিঠু চৌধুরীর রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তিনি। গ্রামের সহজ-সরল মানুষদের ভুল বুঝিয়ে একজনের বিরুদ্ধে অন্যজনকে মামলা দিয়ে হয়রানি করে এবং কৌশলে জমি দখল করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে গ্রামবাসিদের নিঃস্ব করছে। তিনি চরদখল, মাছঘাট নিয়ন্ত্রন, উন্নয়নমুলক কাজে ফাকিবাজীসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের জড়িত বলেও জানান। তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পেত না। কেও তার বিরুদ্ধে গেলে তার বিরুদ্ধে বিভিন্ন হয়রানি মুলক মামলা দায়ের করতেন। মানববন্ধনে বক্তারা জানান, এ বিষয়ে প্রতিকার চেয়ে প্রশাসনকে লিখিতভাবে জানানো হবে। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেন ভুক্তভোগীরা। এই বিষয়ে নুরুল ইসলাম মিঠু চৌধুরী বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সঠিক নয়। আমি কারো জমি ভোগদখল করিনি।