1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মেহেন্দিগঞ্জ উপজেলার বাজিৎখাঁর খালি রাসায়নিক বিষ দিয়ে চিংড়ি মাছ নিধনের হিরিক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০৬:২৩ অপরাহ্ন

মেহেন্দিগঞ্জ উপজেলার বাজিৎখাঁর খালি রাসায়নিক বিষ দিয়ে চিংড়ি মাছ নিধনের হিরিক

  • প্রকাশিত :প্রকাশিত : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ২৩ 0 বার সংবাদি দেখেছে

স্টাফ রিপোর্টার // মেহেন্দিগঞ্জ উপজেলার বাজিৎখাঁ গ্রামের বিভিন্ন খালে রাসায়নিক কিটনাশক ঔষধ ( বিষ) দিয়ে চিংড়ি মাছ স্বমূলে নিধন করছে। এভাবে বিষ দিয়ে নিধন করলে দেশ থেকে হারিয়ে যাবে চিংড়ি নামের মৎস সম্পদ। শনিবার সরেজমিনে দেখা যায়, মেহেন্দিগঞ্জ উপজেলার বাজিৎখাঁ, উত্তর পাড়া খালের মধ্যে বিষপ্রয়োগ করে চিংড়ি মাছ নিধন করা হচ্ছে। স্থানীয়দের দাবী অচিরেই বাংলাদেশ থেকে চিংড়ি নামের মৎস্য সম্পদ বিলিন হবে কারন দূস্কৃতিকারিরা বিভিন্ন খাল বিল নদীতে বিষ প্রয়োগ করে এই সম্পদ কে ধ্বংস করছে যতটুকু ধরছে তার চেয়ে আনেকগুন বেশি পানির নিচে মরে যায়। কোন আইনেই এদের কে আটক করতে পাছেনা প্রশাসন।মৎস্য দপ্তরে একাধিক বার এদের সম্পর্কে অবহিত করেও কোন প্রতিকার পাওয়া যায়নি।উর্ধতন কর্তৃপক্ষ বিষয়গুলো তথ্য সাপেক্ষে ক্ষতিয়ে দেখার অনুরোধ করছি।উল্লেখ্য কিটনাশক ব্যাবসায়ীরা চওরা দামে গোপনে ঔষাদ বিক্রি করে আর সামান্য মাছের লোভে নির্মুল হচ্ছে দেশ থেকে চিংড়ি নামের সম্পদ। এ বিষয়ে মেহেন্দিগঞ্জ মৎস্য কর্মকর্তা ওমর সানি এর নিকট জানতে চাইলে তিনি বলেন, আমার দপ্তরের পাশে উপজেলার খালেও বিষ প্রয়োগকরে মাছ ধরতে শুনেছি তবে কে বা কাহার দেয় তা ধরা সম্ভব হয়না এ জন্যই কিছু করা সম্ভব হয়না তবে হ্যা যারা মাছ ধরে ওদের কে ধরলেই বিষ প্রয়োগ কারির সন্ধান পাওয়া যাবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ