1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মোরেলগঞ্জে সিমেন্টবাহী ট্রলারের ধাক্কায় পুল ভেঙে সবজি ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৫:১১ অপরাহ্ন
সংবাদ শিরনাম :
বজ্রপাতরোধে গৌরনদীতে বিনামূল্যে তালচারা-কীটনাশক বিতরন অনুষ্ঠান বানারীপাড়ার ত্যাগী নেতা আব্দুস সালাম: এক জীবন্ত ইতিহাস মেহেন্দিগঞ্জে ২৭ সদস্য বিশিষ্ট জাতীয় নাগরিক পার্টির উপজেলা সমন্বয় কমিটি গঠন! ফেব্রুয়ারির নির্বাচনেই গণতন্ত্রে ফিরবে দেশ: মির্জা ফখরুল পঞ্চগড়ে সন্তানের গলায় ছুরি ধরে মাকে দলবেঁধে ধর্ষণ, গ্রেপ্তার ৪ অর্থ নয়, চিকিৎসা সহযোগিতা চান ফরিদা পারভীনের পরিবার বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরা ও হরিণ শিকার চলছেই: দুই মাসে আটক ৭৬, জব্দ ৫৩ ট্রলার  বাগেরহাটে কলকলিয়া-মায়েরখালী সেতু: এক যুগ ধরে মৃত্যু ফাঁদে শিক্ষার্থীসহ হাজারো মানুষ নড়াইলে স্ত্রীসহ ডাকাত সর্দার গ্রেফতার ভিয়েনার কাউন্সিলর মাহমুদুর রহমান নয়ন কে লালমোহনে বিশেষ সংবর্ধনা

মোরেলগঞ্জে সিমেন্টবাহী ট্রলারের ধাক্কায় পুল ভেঙে সবজি ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু

  • প্রকাশিত :প্রকাশিত : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১৭ 0 বার সংবাদি দেখেছে

এস. এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট // বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় সিমেন্টবাহী একটি ট্রলারের ধাক্কায় পুল ভেঙে এক সবজি ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (২৭ জুন) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার বহরবুনিয়া ইউনিয়নের ফুলহাতা বাজার সংলগ্ন খালে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় ওই ব্যবসায়ীর সবজি ভর্তি ট্রলারটি পুলের সাথে বাঁধা ছিল। এসময় একটি সিমেন্টবাহী ট্রলার পুলের নিচ দিয়ে যাওয়ার সময় তীব্র ধাক্কা লাগলে পুলটি ভেঙে পড়ে এবং তা সরাসরি সবজি ট্রলারের ওপর চাপা পড়ে। এতে ট্রলারটি দুমড়ে-মুচড়ে যায় এবং ওই ব্যবসায়ী পানিতে পড়ে নিখোঁজ হন।

স্থানীয়রা অনেক চেষ্টা করে তার মরদেহ উদ্ধার করেন। তবে নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, তিনি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার বাসিন্দা হতে পারেন।

ফুলহাতা বাজার এলাকার বাসিন্দা তানবির বাসার বলেন, “নিহত ব্যক্তি আমাদের বাজারে কলা, কচু, কুমড়া ইত্যাদি সবজি এনে বিক্রি করতেন। আজ পুল ভেঙে তার মর্মান্তিক মৃত্যু হয়েছে।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতলুবর রহমান জানান, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহটি হেফাজতে নিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করছে। মৃত ব্যক্তির নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি, তবে ধারণা করা হচ্ছে তিনি পিরোজপুর জেলার বাসিন্দা।”

এদিকে, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস পৌঁছে খালে তল্লাশি চালাচ্ছে, কারণ ধারণা করা হচ্ছে ট্রলারে আরও লোক থাকতে পারে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ